Wednesday, January 30, 2019

অস্ত

অসংখ্য মানুষের ভিড়,
প্রকৃতি স্তব্ধ,আর্দ্রতা  চিহ্নহীন;
যেন রোদের আলতা মেখেছে আকাশ
দিগন্ত বিস্তৃত রাজপথ,
অন্তিম যাত্রায় যুদ্ধরথ;
বিদায় আলিঙ্গনে রুদ্ধ প্রকৃতির ইতিহাস।

দৃশ্য, তুমি বিদায়বেলায়
আর করো না দেরি,
নিভে যাক রঙ,
ঘুমাক সোনার তরী।

পৃথিবী পুড়েছে শত কোটি বার,
মানুষ পোড়েনি এখনো;
কোনো এক কবি লিখেছে সময়ে
যেতে পারি, কিন্তু কেন?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...