অসংখ্য মানুষের ভিড়,
প্রকৃতি স্তব্ধ,আর্দ্রতা চিহ্নহীন;
যেন রোদের আলতা মেখেছে আকাশ
দিগন্ত বিস্তৃত রাজপথ,
অন্তিম যাত্রায় যুদ্ধরথ;
বিদায় আলিঙ্গনে রুদ্ধ প্রকৃতির ইতিহাস।
দৃশ্য, তুমি বিদায়বেলায়
আর করো না দেরি,
নিভে যাক রঙ,
ঘুমাক সোনার তরী।
পৃথিবী পুড়েছে শত কোটি বার,
মানুষ পোড়েনি এখনো;
কোনো এক কবি লিখেছে সময়ে
যেতে পারি, কিন্তু কেন?
প্রকৃতি স্তব্ধ,আর্দ্রতা চিহ্নহীন;
যেন রোদের আলতা মেখেছে আকাশ
দিগন্ত বিস্তৃত রাজপথ,
অন্তিম যাত্রায় যুদ্ধরথ;
বিদায় আলিঙ্গনে রুদ্ধ প্রকৃতির ইতিহাস।
দৃশ্য, তুমি বিদায়বেলায়
আর করো না দেরি,
নিভে যাক রঙ,
ঘুমাক সোনার তরী।
পৃথিবী পুড়েছে শত কোটি বার,
মানুষ পোড়েনি এখনো;
কোনো এক কবি লিখেছে সময়ে
যেতে পারি, কিন্তু কেন?
No comments:
Post a Comment