Wednesday, January 2, 2019

Bus

বাস থামে , ছেলেবেলা হারায় এক এক করে
জানলার কাঁচে চোখ লেগে থাকে, বহু দূরে
পেন্সিল ছোট হয় সময়ের বড় হওয়ার ফাঁকে
খাতায় অঙ্ক জমে, ভুল করা নামতার ডাকে
ইতিহাস খেলা করে বাংলার শয়নকক্ষে
কাঁচা হিমসাগরের ভিড় ফিবছর পুরাতন বৃক্ষে
না জানি কোন স্বপ্ন বাঁধতে কত গিট্ গেল খুলে
তুমি কি সেভাবেই, কোনো মুহূর্তের ভুলে, তুমি হলে?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...