আজ আর কাউকে নিয়ে লিখবো না।
আজকের দিনটা নয় আমারই হোক শুধু;
আজকের সব পাওয়া আমার হোক, সব না পাওয়াও
আজ সব হেরে যাওয়া আমার হোক, বিজয়াও
আজ গানের সব মাধুর্য আমার জন্যেই ভাসুক,
মুছে যাওয়া কবিদের না পড়া সব কবিতাও ;
আজকের দিনে পৃথিবী অন্য গ্রহ খুঁজে পাক
সব সূর্য আজ পাক নিষ্পাপ চাঁদের আরাম।
আজকের দিনটা নয় আমারই হোক শুধু;
আজকের সব পাওয়া আমার হোক, সব না পাওয়াও
আজ সব হেরে যাওয়া আমার হোক, বিজয়াও
আজ গানের সব মাধুর্য আমার জন্যেই ভাসুক,
মুছে যাওয়া কবিদের না পড়া সব কবিতাও ;
আজকের দিনে পৃথিবী অন্য গ্রহ খুঁজে পাক
সব সূর্য আজ পাক নিষ্পাপ চাঁদের আরাম।
No comments:
Post a Comment