Tuesday, January 15, 2019

কিমাশ্চর্জপুরম !

আজ আর কিছু লিখবো না।
হাতের তালুতে কে যেন ফিস ফিস করছে;
রাত দুপুরে বঞ্চি চটিরামের মুণ্ডচ্ছেদন,
কোন ধর কোথায় পড়ল, কোন মুন্ডু কার ভাগে
বদরক্ত ধুয়ে গেল, যত লাশ সব গঙ্গাজলে।
ডাক্তারের ভোঁতা সূঁচ চামড়ায় গেল আটকে,
ওষুধ পত্র মন্ত্রবলে এখনো গাঁজার কলকে ।

জয় পরশুরাম।

p.s. দয়া করে 'যদু ডাক্তারের পেশেন্ট' পড়ো, বা অলস হলে Sunday Suspense শুনে নাও। Masterful writing! Absolute genius at work. Bengali Literature is a coal mine!

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...