মৌমাছি, তুমি কোন ফুলে যাবে আজ?
ফুলের তো ভোরে ঘুম ভেঙে যায়,
তোমার ইদানিং দুপুরে ওঠাই কাজ।
সব ফুল তো শুকিয়ে গেল,
মৌ, তুমি কোন ফুলে যাবে আজ?
বরফ পড়ছে পাশের গ্রামে, ফুল ফোটেনি সেথা
ঘুম পড়েছে প্যাঁচার ঘরে, চাঁদ পাচ্ছে ব্যথা।
ঘর ভাঙছে তোমার দলের, মধু কমেছে যেথা
মধুর নেশা নেই যে তোমার, জানবে কে সে কথা?
ফুলগুলো যে শুকিয়ে গেল বেঘোরে শিশির ঝরে
মাটির কাছেই ঢলতে হল, তুমি এলে না ভোরে;
রঙের তাদের ছিল না অভাব, ছিল না তাদের লাজ
মৌমাছি, হায়! ফুরলো তারা, কোথায় যাবে আজ?
No comments:
Post a Comment