Wednesday, February 12, 2020

Wood-dust turns to fly-ash
Proposing warmth to the cold night
Summer enjoys a well earned slumber
And monsoon lags further behind.

তবে ভেঙে পড়োনা সখী, বসন্ত থেকে যায়
কখনও গন্ধে, কখনও রঙে, কখনও ভাষায়
যেমন প্যালা খেলা করে পটলডাঙ্গা স্ট্রিটে,
শহর যেমন নিজেকে ফিরে পায়।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...