Sunday, February 23, 2020

মোমবাতি

সে আর কি কবিতা যা তোমার আগুনে গলে না যায়...
গলে, তোমারই পায়ের সামনে যা জমতে থাকে
আমি তো শুধু শোলতে ভরিয়ে দিতে পারি বারম্বার ,
যাতে তিলে তিলে জমে ওঠা প্রেমের মোমবাতি
পুণরায় তুমি গলিয়ে দিতে পারো।

No comments:

Post a Comment

Exodus

What is life but a series of exodi - A child's birth from a safe, nurturing womb A boy learning to walk by himself A young man yearning ...