Sunday, February 23, 2020

মোমবাতি

সে আর কি কবিতা যা তোমার আগুনে গলে না যায়...
গলে, তোমারই পায়ের সামনে যা জমতে থাকে
আমি তো শুধু শোলতে ভরিয়ে দিতে পারি বারম্বার ,
যাতে তিলে তিলে জমে ওঠা প্রেমের মোমবাতি
পুণরায় তুমি গলিয়ে দিতে পারো।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...