Sunday, February 23, 2020

দার্জিলিং

কিন্তু বড় হয়ে ওঠো যদি হঠাৎ?
তখন কোথায় মোম, কোথায় লোডশেডিং?
কোথায় গিয়ে বলবো সেদিন -
তুমিই আমার খেলার সাথী, তুমিই আলোর ঋণ;
কোন পাহাড়ের চূড়ায় বসে খুঁজবো দার্জিলিং?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...