কিন্তু বড় হয়ে ওঠো যদি হঠাৎ?
তখন কোথায় মোম, কোথায় লোডশেডিং?
কোথায় গিয়ে বলবো সেদিন -
তুমিই আমার খেলার সাথী, তুমিই আলোর ঋণ;
কোন পাহাড়ের চূড়ায় বসে খুঁজবো দার্জিলিং?
তখন কোথায় মোম, কোথায় লোডশেডিং?
কোথায় গিয়ে বলবো সেদিন -
তুমিই আমার খেলার সাথী, তুমিই আলোর ঋণ;
কোন পাহাড়ের চূড়ায় বসে খুঁজবো দার্জিলিং?
No comments:
Post a Comment