Friday, February 7, 2020

থাক

থাক। তুই ভালো থাক।
তুইও ভালো থাক।
অন্যদের মতো। সবার মতো।
সময় সব বুঝিয়ে দিয়েছে আমায়।
তাই তো শুধু ভালো চাই আজ।
মনের সাথে জুড়ে থাক।
তুইও, বাকিদের মতোই ভালো থাক, থাক।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...