Friday, February 7, 2020

সাত তলা থেকে খুব একটা ভালো বোঝা যায় না
সব কিছুই সবুজ মনে হয়
রোদ উঠেছে বলে নিচে নেমে এসেছি দুপুরবেলা
হাতের মুঠো খোলা, চোখের সামনে ছোট্ট লাল গোলাপ।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...