Saturday, February 8, 2020

নেমে আসে বৃষ্টি
থেমে যায় শহর
ধোঁয়ায় হারিয়ে যায়
সন্ধ্যের ভোর;
খোলা বারান্দা,
চায়ে ভেজা কবিতা
কফি কাপে থেকে যায়
শূন্যতা তোর;
চোখের আড়াল তাই
কল্পনা ঘোর,
আঙ্গুল জড়িয়ে থাকে
মনের খবর।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...