Monday, February 10, 2020

শুন্ডি গিয়ে মুন্ডু হারায়, হায় রে গুপির গলা
ঢাক ফাটলো ভরদুপুরে, ন্যাড়ার বেলতলা
মরুভূমির মৌ গাছে এক পূব সবুজের দোলা
পুচকু ভালু মধুকৈটভ তাই কিছু পেট-ভোলা।

রাস্তায় নামা ঠান্ডা পায়ে পাথরের লাগে হাঁচি
মা বলে তোষকওয়ালা এলে তবেই আমি বাঁচি
কমলালেবু পেটের ভেতর কোন রঙেতে রাজি?
গুহার জলে দাঁতের খোঁজে ইঁদুর নাকে হাতি।

নেমে এসেছে পাতার লতা, গল্পের গা বেয়ে
ঝুলতে গেলে উড়তে হবে আগুনেই হাত ধুয়ে
পাহাড় নাচে খিলখিলিয়ে, মিষ্টির ছাঁচ খেয়ে
মণির মুক্তি লাল বালুচড় তারাদের গান গেয়ে।

রাত নামলে আসে ডোরা, নীল নখে কাতুকুতু থাবা
থমকে যাবে, যদি দিতে পারো মন-বকুলের থোকা 
গর্জনে কাঁপবে মৌ গাছ, ঘুম-পেটে লাগবে ছ্যাঁকা
পুচকু ভালু আছে যখন, রূপকথাদের কোন ব্যাথা?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...