Sunday, February 23, 2020

দার্জিলিং

কিন্তু বড় হয়ে ওঠো যদি হঠাৎ?
তখন কোথায় মোম, কোথায় লোডশেডিং?
কোথায় গিয়ে বলবো সেদিন -
তুমিই আমার খেলার সাথী, তুমিই আলোর ঋণ;
কোন পাহাড়ের চূড়ায় বসে খুঁজবো দার্জিলিং?

মোমবাতি

সে আর কি কবিতা যা তোমার আগুনে গলে না যায়...
গলে, তোমারই পায়ের সামনে যা জমতে থাকে
আমি তো শুধু শোলতে ভরিয়ে দিতে পারি বারম্বার ,
যাতে তিলে তিলে জমে ওঠা প্রেমের মোমবাতি
পুণরায় তুমি গলিয়ে দিতে পারো।

Saturday, February 22, 2020

The Valley

A fire burns through the valley
A valley, that chasms through my heart
Deep into a darkness of despair and death
Where fire leaves Almighty's eyes on haystack,
Where man and woman paint houses alike,
And streams, unafraid, coalesce into a river, divine.
It snows in the valley, deep into the night
Unsure steps on broken bridges, balance lies
Which eyes have spoken into closed, cold eyes.
Flowers, crimson-yellow, blossom in the valley
They blossom and die; fruits shudder to thrive.
And every now and then, a tombstone appears
In my dreams, calling me by my name,
A name that never could have been mine.

----------------------

Inspiration : Fitoor by Abhishek Kapoor. Tabu. Aditya Roy Kapoor. Charles Dickens.

Friday, February 21, 2020

তথৈবচঃ

It's a beautiful day; outside my office window. Poets would string numerous concoctions of the image that's pouring in through the transparent layers of our window. Alas! I am not a poet. I am only contemplating the purpose of existence.
It's a Friday; which means I would go for climbing this evening to satisfy my physical urges. But does it matter? What does matter?
Oh! I feel so negative right now! Here's your chance to stop and do something better instead.
If you're reading it, most probably I have introduced you to this article. I am not apologetic about it. I am, truly speaking, indifferent. I do not know the purpose of my existence, neither do I know yours. The Sun shines, the Earth rotates, the universe expands; nothing gives a fuck about human thoughts.

আমার ছাদ থেকে বৃষ্টি পড়তে পারতো এখন
বা আকাশ গুটিয়ে নিতে পারতো নিজেকে
অথবা মানুষ গোলে জল হয়ে মেশামিশি করতো
অঙ্ক হঠাৎ কথা বলতো, এবং নিজের টাক দেখাতো ...

এরম কিছুই হয় না কেন?
এই যে আমি bore হচ্ছি, এর দায়ভার কি সব কিছুর নয়?
সব কিছু বলতে, সব কিছু। আমি এবং অন্য; যার বাইরে কিছু নেই।

কি করছি জীবনে? তুমিও বা কি করছো?
কোনো মাথা মুন্ডু নেই, জীবন পেয়ে গেছি সবাই, এখন সেখানে মানে খুঁজতে বসেছি!
প্রেম না পেলে মন খারাপ, প্রেম পেলে অন্যের মন খারাপ। অসাধারণ।
এসব পড়ে যদি মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে, তাহলে বলি, আজ্ঞে না। আমার মাথা ঠিকই আছে। কি করবে খুশি হয়ে, বা না হয়ে? অঙ্ক নামিয়ে বা ঘুমিয়ে? খিস্তি আসছে ঠোঁটে, ঠোঁট আসছে না। হ্যাঁ, এবার বলো যে আমি frustrated . How does it matter? একটা ভালো idea আসে না; না লেখায়, না কাজে।

যদি জুতো মেঘ হতো, আর মেঘ জুতো
যদি ইতিহাস বর্তমান না হয়ে ভবিষ্যৎ হত,
এই তো আগের কথাটা নিয়েই ভাবো দেখি!
সময় সামনে যাচ্ছে ধরে নিয়েছো, যদি পেছনে যায় আসলে?
মানুষ জন্মে মরে না, মরে বলেই জন্মায় - ভাবো ভাবো ;
সৃষ্টি ও ধ্বংসের লীলায় কে মা কে মেয়ে?
যা করবে তা করে ফেলেছো, যে করেছিলে এখন করতে চলেছো!
বনবন বনবন করে সময়কে ঘোরাও তো দেখি,
সময়েরও একটু মাথা ঘুরুক, অসুবিধে কোথায়?

ভেবেছো, সব দূরে যাচ্ছে? সব দূরে ছিল, কাছে আসছে এবার। এক সাথে জুড়তে, বিস্ফোরণের জন্য রক্তিম ছিন্নমস্তা রূপে ছুটে আসছে সবাই সবার কাছে। এক সাথে মিললেই ধ্বংস? তাই নাকি? মানুষ যা বলবে তাই হবে? হবে না। সব বিস্ফোরণ মাথা নত যদি করে প্রেমের কাছে? তোমার theory তে তার জায়গা নেই বলে সেটাই মেনে নিলে তুমিই তো ঈশ্বর হতে ভাই। কিন্তু ঈশ্বর কে? তার রূপ কি? আমার চিন্তায় থাকা ঈশ্বর যদি তোমার কথা না শোনে অবাক হওয়ার কিছুই নেই। এই ঈশ্বর কিচ্ছু মানবে না! মানতে চায় না। ধ্বংসে পদ্ম দ্যাখে যে চোখ, তার কাছে তুমি অন্যের বুলি শোনাতে এসো না। নিজের ভেতরে ঢোকো। ঢোকো ঢোকো ঢোকো। যত resistance আসে তত লড়াই করে আরও ভেতরে ঢোকো। প্রত্যেক লড়াইয়ের পরে যা দেখবে তা না দেখে কি সব দেখছো? কি আছে তোমার ভেতরে? নিজেকে বোঝাও তুমি খুব ভালো? ভালো আবার কি? ভেবেছিলে কি আদৌ, আকাশ নিজেকে গোটালে কেমন লাগবে? আকাশ নেই নাকি! শূন্য সব। তোমার সাধের gravity একটু এদিক ওদিক হলে কি দেখবে তা নিয়েও কখনো ভেবেছো? ছিটকে কোথায়, কোন শূন্যে conserved mass হয়ে থাকবে কেউ বলতে পারে? এই শূন্যে যা যা ঘুরে বেড়াচ্ছে, সব এক একটা gravity ভাঙার খেলা ছাড়া যদি আবার অন্য কোনো খেলা হয়ে থাকে?

কিন্তু না, আমরা সব জেনে গেছি। তাই আমাদের কাছে গল্প নেই আজ। সত্য আছে। রোজ বদলে যাওয়া একটু একটু করে, সত্য। কিন্তু আমরা তো তাই চাই। সব কিছুতে সত্য চাই আমরা। সত্যকে ভগবান বলি। আর ভগবানকে মিথ্যে।


Sunday, February 16, 2020

Symmetry Breaking : God's own playground

If I ask myself what pushes me to write, my answer would most likely lack clarity. Writing is a complex field. It has a certain amplitude (A), the reach, I mean; there would be certain boxes in the reader's mind that I'll be able to squeeze myself into. But that's of course, not all about writing. Every thing that comes out of me, represents a phase. Make no mistake, this phase is too real, even though the output as a whole might be complex in general. Simply put, this is what writing (W) is :

                                       W = A exp[i P] .

The quantity of interest for me is the phase P(x,t). In usual notations, x is space and t refers to time. So you see, P is a function of space and time.

Caution : If you're a physicist, don't let your arrogance get the better of you at this moment. You would probably do better to submit. Flow with my lines. It's going to be a journey for us; you and me.

Let's get back to P.

Time : If you ask me, P doesn't really have a global structure in time. It's too local in that sense. Though each fluctuation in time leaves its signature, most time-correlations eventually turn out to be short-ranged. Most.

Space : This really is vital. Let me be absolutely clear about P. It is NOT a Goldstone mode. The reason it cannot be, is simple : A Goldstone mode represents a low-energy excitation. These modes appear when the ground state has a continuous symmetry that gets spontaneously broken. One can then move from one ground state to another through small excitations (these fancy modes). But I have a single ground state! End of story. Any symmetry that might appear in W (carrying all elements of entertainment for the reader), must carry signatures of excited states.

Okay! The article seems to be on the right track.
To answer the original question, i.e., what makes me write, is/are excitation(s). Of all mysteries of nature, here's a well known one. Any system has a 'natural' (for the lack of a better word) tendency to be in its ground state. Put the system in an excited state and it will do whatever it can to part with the excess energy. This is what I do. Every thing that I have written so far, is only me saying to society, "Take back what you have pumped into me."

Ground States : Oh! the sad dilemma! With choices aplenty, we have nurtured a habit of living in a make-believe universe, where we feel powerful enough to set the rules. We let ourselves believe in the existence of multiple ground states. While obviously, there are some systems with this degeneracy, it is of course not the norm. Sure, you have the liberty to define any model for your own system, but you know what, Nature is sarcastic. You being bad at mathematics has no relevance on the actual laws that Nature has written for itself (Herself? Himself? Excuse me.). Sooner or later, the ground state will kick out any hallucination that you dream of holding on to forever. As for the degenerates (not a judgement call here, just wordplay), you either have domain walls or Goldstone modes.

Domain Walls : The ground state has a discrete degeneracy and this symmetry gets broken at a certain point. Now, the mimicking ground states are so far apart that no low-energy excitation can ever take you to the other states, once you have collapsed into one. A domain wall is a separation between the equivalnet ground states. The widths of these walls tend to mostly diverge at the transition point.

Goldstone modes : Here we are then! The curious case of multiple options! No poet has ever figured out whether more is actually merrier. In a system, when a continuous symmetry exists, the game submits itself to God. Think of it! All interactions have performed their respective duties, even the system has gotten rid of the outer excitations. Yet, it falls on a dicey platform. There are infinite states, all equivalent. And right at this moment, God, Nature does play dice! It is at this point that the system wonders about the fluctuations it feels! And it has no idea. It has no mathematics to rescue itself anymore. Each throw of the dice makes it hop to a new state. To those with the magnifying lenses, the system appears erratic, mad (Brownian ? - risky statement). But who understands what the system feels? We debate on whether the system has no peace at all. But what is peace really? Remember, I told you that Nature loves sarcasm. You see, equilibrium is a strange thing. What seems to be the most peaceful state of all, is in fact associated with maximum randomness (call it disorder, entropy, chaos, love).

My Ground State : Did I lead you to the thought that love is chaotic? Well, I now claim that love is all about peace. And you know what, I will make a case for my peace.
What is randomness?
It only represents the amount of choice a system has. The more choices it has, the more random we call it. Yes, equilibrium is indeed associated with maximum amount of choice. This is probably one of the deepest statements that Nature makes; and as a consequence, Nature is only telling us, "To each its own".
I have a single ground state. It's composed of an expensive chunk of space-time. Hence, there's no fancy domain wall or Goldstone mode in my ground state configuration. Equilibrium though, doesn't make separate rules for me. There was only one realization that waited for me all this while :

             The maximal entropy that maintains my equilibrium is zero.

Did you get the point of this article then? It doesn't matter what I write. I am only a river, propagating through life. Each droplet within me will escape the interactions and transform into free hydrogen. Each electron will free itself and so will the quarks. There awaits one P for me, when the sacred boundary condition of fields vanishing at infinity will apply. In eternity's normalized measure of randomness, with certainty the Universe will be mine.

Thursday, February 13, 2020

তোর ওখানেও কি বৃষ্টি হচ্ছে এখন?
চোখ খোলার আগে, সর সর, ঝিরি ঝিরি শব্দ
কানে চুপিচুপি বলেছে, তোকে ঘুমে খুব সুন্দর লাগে দেখতে ?
মনে হচ্ছে, তুই ঘুমিয়ে জেগে আছিস?
তোর জানালার সরু ফাঁক দিয়ে ঢুকে
সবার ঘুম ভাঙার আগে,
হাওয়া তোর গালে আলতো করে চুল সরিয়েছে আজ?
ঠোঁট অভিমান করেছে পরিচিত ঠোঁটের ওপর ?
নাক চশমার ছোঁয়া পাওয়ার আগে, চেয়েছে চেনা আঙুলের আদর?
বল না, তোর ওখানেও বৃষ্টি হচ্ছে এখন?
//তোর আঙুলে পারছে নিজেকে ঢেকে নিতে বাক্যের ইচ্ছেকণা ?
চোখ খুলতে ইচ্ছে হচ্ছে তোর?
বল না, কেন কোথাও মাঝরাতে অন্য কোথাও ভোর?

তবে আমার কাছে বৃষ্টি এসেছে, উদার হয়ে এসেছে
বলেছে, মেঘের অপেক্ষা না করতে, যুগ বদলে গেছে
মনে করিয়েছে, আমার অষ্টম সর্গে যে ঘুমিয়ে আছে
তার কথা। বলেছে আবহাওয়া দপ্তর নাকি প্রেম বোঝে না,
কবিতা পড়ে না। তাই নাকি সব দূতদের চাকরি চলে গেছে।
কিন্তু মেঘ রিটায়ারমেন্টের আগে, বৃষ্টিকে উপযুক্ত করে গেছে,
যেমন মহাকবিরা একে অপরকে করে যান; সে সব তুই জানিস।
আপাততঃ এই ছাট টুকু তোর মনের গহ্বরে একটু আঁচ চাইতে পারে।

Wednesday, February 12, 2020

Wood-dust turns to fly-ash
Proposing warmth to the cold night
Summer enjoys a well earned slumber
And monsoon lags further behind.

তবে ভেঙে পড়োনা সখী, বসন্ত থেকে যায়
কখনও গন্ধে, কখনও রঙে, কখনও ভাষায়
যেমন প্যালা খেলা করে পটলডাঙ্গা স্ট্রিটে,
শহর যেমন নিজেকে ফিরে পায়।

Seashore boy

I have an image of a boy inside me.
I don't know why; an image 400 blows deep
His feet, invisible in grey sand and water
And I can't imagine what could be better!

Hey! Listen to me O runaway bride
There's a wind, following you in pride
And all it needs to do is to make your smile
A pedestal, for a strand of hair, to lie.

In a golden afternoon, thus shall we race
Along a highway, hidden within bushes
With rolling tyres, burning themselves
At each turn, without a destination template.

At nightfall, would you reminisce about dusk?
Or at daybreak, is it a bit much what I ask?
I have an image of a boy, inside me
An image, grey and white, moving and still.

Tuesday, February 11, 2020

In a land of no sand
In a sea without salt,
In a wordless long poem
I wonder how nights seem
With a full Moon watching over
A resting pair of eyes
Through curtains of hidden love...
A promise rather keeps to my heart
A red Orion, recovering slowly -
That life resides in each breath,
Laden with a careless strand of hair,
Caressing peace, around her face.

Monday, February 10, 2020

শুন্ডি গিয়ে মুন্ডু হারায়, হায় রে গুপির গলা
ঢাক ফাটলো ভরদুপুরে, ন্যাড়ার বেলতলা
মরুভূমির মৌ গাছে এক পূব সবুজের দোলা
পুচকু ভালু মধুকৈটভ তাই কিছু পেট-ভোলা।

রাস্তায় নামা ঠান্ডা পায়ে পাথরের লাগে হাঁচি
মা বলে তোষকওয়ালা এলে তবেই আমি বাঁচি
কমলালেবু পেটের ভেতর কোন রঙেতে রাজি?
গুহার জলে দাঁতের খোঁজে ইঁদুর নাকে হাতি।

নেমে এসেছে পাতার লতা, গল্পের গা বেয়ে
ঝুলতে গেলে উড়তে হবে আগুনেই হাত ধুয়ে
পাহাড় নাচে খিলখিলিয়ে, মিষ্টির ছাঁচ খেয়ে
মণির মুক্তি লাল বালুচড় তারাদের গান গেয়ে।

রাত নামলে আসে ডোরা, নীল নখে কাতুকুতু থাবা
থমকে যাবে, যদি দিতে পারো মন-বকুলের থোকা 
গর্জনে কাঁপবে মৌ গাছ, ঘুম-পেটে লাগবে ছ্যাঁকা
পুচকু ভালু আছে যখন, রূপকথাদের কোন ব্যাথা?

Sunday, February 9, 2020

Is there a box left?
Of what, you ask...
Ohh of kisses, you know
The ones that did last.

Saturday, February 8, 2020

নেমে আসে বৃষ্টি
থেমে যায় শহর
ধোঁয়ায় হারিয়ে যায়
সন্ধ্যের ভোর;
খোলা বারান্দা,
চায়ে ভেজা কবিতা
কফি কাপে থেকে যায়
শূন্যতা তোর;
চোখের আড়াল তাই
কল্পনা ঘোর,
আঙ্গুল জড়িয়ে থাকে
মনের খবর।

Friday, February 7, 2020

থাক

থাক। তুই ভালো থাক।
তুইও ভালো থাক।
অন্যদের মতো। সবার মতো।
সময় সব বুঝিয়ে দিয়েছে আমায়।
তাই তো শুধু ভালো চাই আজ।
মনের সাথে জুড়ে থাক।
তুইও, বাকিদের মতোই ভালো থাক, থাক।
সাত তলা থেকে খুব একটা ভালো বোঝা যায় না
সব কিছুই সবুজ মনে হয়
রোদ উঠেছে বলে নিচে নেমে এসেছি দুপুরবেলা
হাতের মুঠো খোলা, চোখের সামনে ছোট্ট লাল গোলাপ।

Saturday, February 1, 2020

গন্ডি

গন্ডির ওই পারে এক ছেলে ছিল।
গন্ডিটা তাই সে দেখতোই উল্টো।
গোল গোল ঘুরেও বুঝতো না কোন অঙ্কের কাছে
গন্ডি আত্মসমর্পণ করে বসে আছে!
একদিন কি মনে হলো, সোজা গন্ডি অব্ধি হাঁটলো,
যা এতদিন ভাবেনি, এখন অন্য সব প্রশ্নকে ফিকে করে দিলো :
এই গন্ডি আছে কেন?
সত্যি তো! আছে কেন?
কোনো কিছুই কেন আছে? নাই থাকতে পারতো।
কি দিয়ে তৈরী, তা দিয়ে কি হবে? আছে কেন?
যা থেকেই এসে থাকুক, তাই বা কেন আছে?
এলো, গন্ডির এই পারে।

কি অসহ্য ঘিঞ্জি জায়গা!
গরমে ছটফট করতে করতে সে একজন কে জিজ্ঞেস করলো,
"আচ্ছা আপনি কোথা থেকে এলেন এখানে?"
হতবাকের মতো কিছুক্ষন চেয়ে থেকে অন্যজন বললো,
"আমার মতো তোমারও উত্তরাধিকার নেই। "
ছেলেটি একটু বিরক্ত হলো, একটু ঘাবড়েও গেল;
এদিক ওদিক অনেক ছোটাছুটির পর হঠাৎ দাঁড়িয়ে পড়লো।
এপার থেকে তো গন্ডি অন্য রকম দেখতে!
কেমন অদ্ভুত অন্তর্মুখী সব কিছু এদিকে!
আর কিছুক্ষনেই সে গন্ডির অঙ্কও কোষে ফেললো!

কিন্তু একি! যতই গন্ডি থেকে বেরোবে ভাবে, গন্ডি যেন দূরে যেতে থাকে।
কি ঝামেলা! অঙ্কে ভুল তো মনে হয়নি।
পাশের লোকটাকে জিজ্ঞেস করলো, "এরম কেন হচ্ছে?"
উত্তর এলো, "এরমই হয়। যা আছে, তা বাড়ছে।"
"কি উদ্ভট কথা! কোথায় বাড়ছে? আমি তো বাড়ছি না!"
"যা আছে, তা বাড়ছে। "
আবার ভুলে যাওয়া প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠলো,
"কি আছে? আর হ্যাঁ, কেন আছে?"
"কি আছে, জানিনা। তবে আমার মতো তোমারও উত্তরাধিকার নেই। "

এভাবে চলতে পারে না।
আর উত্তর চাই না। শুধু এই গন্ডি থেকে উদ্ধার চাই।
কোন দিকে যাবো! সব দিকই তো এক!
মাথা খারাপ হয়ে যায়নি তো?
এতো লোক কেন চারদিকে! আর একি, সবাই তো এক!
বের করো, বের করো আমায় এখান থেকে!
জাপ্টে ধরছে এই গন্ডি! না কমে, না বাড়ে, না এগোয়, না স্থির!
একি সত্যি, না মিথ্যে? যদি মিথ্যে হয় তো মিথ্যে আছে কেন?
আর সত্যিই বা কি? আছে কেন? আছে কেন যা আছে!
কি আছে? গন্ডির মধ্যেও কি ঘুরছি শেষে?
না না না! অসম্ভব! ভুল অঙ্ক নয়। ভুল ছিল প্রশ্ন।

এমন সময় হঠাৎ পাশের ছেলেটা প্রশ্ন করলো,
"প্রশ্ন আছে কেন? ওই গন্ডি কি তবে আসলে?"
আরও কিছু হয়তো সে বলতে চেয়েছিলো, কিন্তু
আমাদের কারোর কোনো উত্তরাধিকার নেই।

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...