Thursday, November 29, 2018

Herbivores

The day passes into Sundown,
Feathers return to footsteps' sound
Stories rush and hide along the lawns
Inventions screw discoveries downtown.

And you want me to let go
You wish I would, for I won't.

The evenings succumb to stolen gold
Parents bring children into the mould
But there's always a system with a flaw
Some herbivores acquire deadly claws.

You want me to get into the rhythm
A tune, you have known all too well
But then I have been playing it so wrong
Your notes are now burning into oblivion.

There appears night, with its deep dark vault
A vault where I thrive, like all monsters do
Like you have done, in denial, unable to unfold;
Every secret is born for someday to be sold.

Wednesday, November 28, 2018

Abode of peace

If it has to be the final one, so be it.
If it has to leave, never to return, so be it.

When the world collapsed yet again
There was but a letter, hidden in the ashes
It reminded me; of who I am, I was
And certainly who I can be.

So I'm not going to be one just-another
And I choose to leave for new adventures.

Words are costly, so a simple truth be told
Lives we touch are precious;
Fluid membranes, ready to unfold.

And here shall rest my love forever
For what it's worth, it belongs to her.

জাতিস্মর

মাঝরাতে কুয়াশা দেখতে শহরেই ভালো লাগে
পুকুর পারে শহরের ছায়া কুয়াশায় মিলিয়ে যায়,
সেখানে কারোর আঙুলের ফাঁকে উঁকি দেওয়া আগুন
মনে হতে পারে প্রেতপুরীর অজ্ঞাত ঠিকানা,
কানের পাশে হাত বুলিয়ে যেতে পারে ঘাম
অদৃশ্য মাটির শেকড় জড়িয়ে ধরতে পারে পা;
হয়তো কিছুই নেই, নিঃস্তব্ধতা , এক ফালি চাঁদ
আর ফিরে আশা পাপের স্মৃতির প্রকান্ড জলযান।

কোনো সরীসৃপ তোমার রক্তে রাখবে নিজের বিষ
এক এক করে মুছে যাবে সঞ্চিত জীবনের হদিস
থাকবে না কোথাও চোখ, কোথাও পুড়বে শরীর
শ্মশানকোনে আলোকিত হবে ইতিহাসের কিছু মৃৎপ্রদীপ
কোনো মা বুকে আগলে ছুটবে সদ্যজাতা রাজকন্যা
দূর দিগন্তে নীল চোখ জ্বেলে উঠবে নেশাগ্রস্থ হায়েনা
গ্রহান্তর হবে নামের, বিশ্বাসের হবে পরাজয়
রক্ত দাগে অভিশপ্ত হবে পিতৃভূমির পরিচয় ।

যেখানে পোড়া মাংস ছিল সেদিন, আজ বিশ্ববিদ্যালয়
কিন্তু নারী - পুরুষ দাঁড়িয়ে কালের সেই একই ঠিকানায়
ফিরিয়ে নিয়ে যায় কলম অশান্তির চাবুকের নির্মম ঘায়ে
যেখানে প্রতি ক্ষত শুধু আরও গভীর, প্রকৃতির তাড়নায়।
তাই নেমে আসি জাতিস্মর বারবার পৃথিবীর দোরগোড়ায়
নতুন কোনো ভুলের সন্ধানে , কোনো নতুন গল্পের সাধনায়
পাওয়া যায় শুধু কুয়াশায় ঢাকা শহরতলি , পিশাচপাড়ায়
আমারই গল্প ভাবি কেন যুগ-যুগান্তরে ভেসে বেড়ায়!

Tuesday, November 27, 2018

Satyi

সত্যি? তাকে না তুমি পছন্দ করো, না আমি;
তোমার কথা থাক, আজ নয় আবার নিজের কথা বলি,
হ্যাঁ, নিজের টাই বলতে ইচ্ছে হচ্ছে, যেমন হয় আর কি -
আমি তোমায় পছন্দ করি না, শুধু নিজেকেই করি।
তাই তুমি ঠিক, তোমার সব ভুলও ঠিক,
রাস্তায় চাপা পড়া ইঁদুর ছানা , বেড়াল ছানা হিসেব বুঝে নিক।

একদিন কিচ্ছু থাকবে না কোথাও, না বিশ্ব, না ব্রহ্মান্ড
থাকবে না আদৌ তোমার সঞ্চিত আত্মপ্রেম, হৃৎপিণ্ড
তখন আর তুমি কোন তুমি? কে তুমি? কার তুমি?
সত্যিটা হলো, বর্তমান তোমার গল্পের একমাত্র পটভূমি
কেন তাকিয়ে আছো কালকের মুখ চেয়ে, অন্ধকারে?
কেউ নেই কোথাও, বাস-স্টপ ডুবে গেছে কোমড় জলে।

মহাশূন্য বলতে নাকি শূন্য, শূন্য আর সময়
কোন শূন্যে পূর্ণতা পায় প্রেম, ঘোর অসময়ে ?
যারা লিখবে ভেবেছিলো, তারা ছবির প্রেমে পড়লো
ভাঙন ধরলো ভাষার কলে, শূন্যের দাম বাড়লো।
যে শূন্য বিরাজমান অন্তর-অভ্যন্তর তোমার- আমার সর্বত্র,
সেই মহামারী কিনে চলেছ রোজ, অজান্তে বিলিও করছো।

তাই সহজ হও। এতই কি কঠিন সত্যির মন বোঝা?
আমার কাছে উত্তর নেই , শুধু কিছুটা ভালোবাসা।

Friday, November 23, 2018

Artist

An artist is beauty and demolition
Entwined in each other's arms,
Writhing in symphony unheard
Writing each other's destiny forever.

You cannot walk in an artist's shoe
Unless you are cursed into oblivion
Unless you realize your wings are on fire
And they are only burning into ash all over!

An artist is a city and its suburbs
The brighter one shines, the darker the other
Like raindrops on a dead man's pyre
The artist is as much a dream as a nightmare.

Yet an artist is one who rises from the grave
To build bridges in heavens that never existed
For artists are not defined by the pain and hurt
But by what they did to clean up the dust.

So there will be burnt wings, there will be pain,
There will be tragedies strewn all along the way,
There will be despair, hopelessness and shame
But
There still will be some magic left, at the end of the day.

And that's all an artist is about, forget the rest.

Thursday, November 22, 2018

Lullaby

When there won't be a me and you anymore
And autumn won't shed a leaf for winter's bone
When the night sky won't indulge in affairs long
And the whistle won't blow in directions unknown,
When our time will no longer be a smooth function
And you will need to leave on a vacation
To your own world, far, far and beyond
I will be a lullaby for you to sing along.





Wednesday, November 21, 2018

কোনো তারাই থাকবে না কোনো আলোর গভীরে!

তারা নেই, এমন আকাশ আমি চাই না
কিন্তু একদিন তো হবেই,
সবাই সবার থেকে দূরে যেতে যেতে
একদিন শুধুই অন্ধকার রয়ে যাবে, ব্রহ্মাণ্ডে।
ভাব তো একবার, আমরা কত ভাগ্যবান
এখনোও অন্ধকারে আলোর হাতছানি পাই;
কিন্তু যারা আসছে, ওরা কি বিশ্বাস করবে,
একদিন আকাশে অনেক তারা ছিল?
নক্ষত্রের দূরে যাওয়ায় আমরা দর্শক,
কিন্তু... আমরা ?
আমাদের কাছে থাকা কি এতটাই অসম্ভব?
আমরা তো নক্ষত্র নই।

তবে কোন আগুনে পুড়ে ছাই হচ্ছে আমাদের ইতিহাস?

Tuesday, November 20, 2018

Integral

All you see is the contour of choice,
Shrinking forever into branch points;
Small integrands stem out of diffusive noise
A circle is an infinite line for a tortoise.
In walks a random man with his own voice
The integral becomes a sophisticated toy.

You try to see how the product is framed
Plotting the function becomes the endgame;
You dream of the function and the values it takes
But beauty turns out to be an illusion of hell
The assumption blows away your one final stand,
Your shriek resonates with the silence of the lambs.

Monday, November 19, 2018

ধর্মাবতার

Teaser :

ঠান্ডায় যখন কলকাতা কুয়াশার কম্বল জড়িয়ে ঘুমোতে ব্যস্ত, যখন মধ্য রাতে মদ্যপ আর পুলিশ ছাড়া কোনো বাঙালী বাইরে বেরোনোর সাহস করতে চায় না, এমন সময় অখিলেশ একটি লম্বা সিগারেটে ছোট্ট টান দিয়ে মহানগরীর বুকে নির্বিকার চিত্তে হেঁটে চলেছে। অখিলেশের গায়ে একটি পাতলা টি-শার্ট এবং পায়ে একজোড়া পাজামা। তার ঠান্ডা অন্য বাঙালীর চেয়ে কম গায়ে লাগে। চিরকালই। অখিলেশ জানে তার কারণ। সে অনেক বিষয়েই বাঙালীদের থেকে ভিন্ন, পরিচ্ছন্ন। সে আদৌ বাঙালী নয়। পদবীতে চট্টোপাধ্যায় জুড়ে থাকলেও, অখিলেশ জানে নিজের আসল পরিচয়। তার নামেই কলকাতার বিখ্যাত রাস্তা, তার হাতেই এই কলকাতা গড়ে ওঠা!
কতক্ষন সে হেঁটেছে, কোনো খেয়াল নেই। এক এক করে কলকাতার মানচিত্রের এক একটি স্তম্ভ সে এই ভাবেই রোজ পেরোয়। জিপিও, ফোর্ট উইলিয়াম, টাউন হল...রাইটার্স বিল্ডিং। লাল দীঘি পেরোতে পেরোতে তার চোখের সামনে নিজের ইতিহাস ভেসে উঠলো। নাঃ! আর নয়, আবার নয়! মানুষ তার এক জন্মেই সে জন্মের পাপের শাস্তি কেন পায় না? কেন কিছু পাপ এতো গাঢ় হয়ে যায়, যা জন্ম-জন্মান্তরেও মানুষকে তাড়া করে বেড়ায়? অখিলেশ সিগারেট শেষ করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। কি আর হবে আজ থেকে ২০০ বছর আগের কথা মনে করে? কেউ তো তাকে বিশ্বাস করবে না! কেউ তার অনুতাপ বুঝবে না, অনুভব করা তো দূরের কথা। পতনের কলকাতার মানুষের সময় নেই এই মহানগরীর স্রষ্ঠার মনঃকষ্টের খোঁজ নেওয়ার। বাঙালী জাতির এই হওয়ার ছিল। অকৃতজ্ঞ জাত! হে ভগবান, এই শাস্তিই তোমার দিতে হলো ? বেড়াল, কুকুর, ছাগল কোনো কিছু হিসেবে আমায় ফেরত পাঠাতে! বাঙালী বানালে! লোকে হাসবে, কলকাতার বিধাতা ওয়ারেন হেস্টিংস বাঙালী হয়ে পুনর্জন্ম নিয়েছে! হয়তো দেখা যাবে ওই ছিঁচকে নন্দকুমার জ্যোতি বসু হয়ে জন্মেছিলো!
সব ইতিহাস যেন দাউ দাউ করে তার চোখের সামনে জ্বলতে শুরু করলো!

(Under construction)

Sunday, November 18, 2018

Analytic Continuation

There exists a parameter,
Hard bound within zero and disorder;
And it has functions to its name-
Analytic in the positive half plane;
It served Laplace transforms
Hot in log and exponential scales..
But then, on one fine day
It discovered the other half plane!

It saw that it could diverge over there,
That it could actually kiss infinity
Understood that it was bound by definition
But it could never accept its destiny.
And like in all the epics of human history
Arrived its saviour, Euler with complexity!

And then there was no hard bound
Only simple poles were carried around,
Mr. parameter left the origin in a breeze
To reach for  points, 
                          where margins never did.

So what did we learn from analytic continuation?
That life is not that different from all these equations.

Saturday, November 17, 2018

Oitihasik

যে কর্ম চরিতার্থ করিতে বসিয়াছি, তাহা যথেষ্ট মাত্রায় কঠিন। ঐতিহাসিক কাহিনী লেখা সহজ নহে, প্রধানত লেখার শখ যখন শরদিন্দুর লেখা হইতে জন্মিয়াছে। শুরুতেই যে প্রশ্নের উদয় হয়, তাহা হইল, ইতিহাস ঠিক কাহাকে কহা হয়? যে স্থান, কাল, ঘটনা আমি প্রত্যক্ষ করি নাই, তাহাকে ইতিহাস কহিব? নাকি যে সকল গতি প্রকৃতি আমায় নিজেদের সাথে জুড়িয়া লইয়াছে, শুধু তাহাদের ইতিহাসের সিংহাসনে বসিবার অধিকার দিবো? সহজ ভাবে এই ভাব-কে ব্যাক্ত করিলে ইহার মানে এই রূপ দাঁড়াইবে : নিজেকে নিয়েই লিখিবো না নিজেকে বাহিরে রাখিয়া? পাঠকের বুদ্ধি থাকুক বা নাই থাকুক, সে বিচার করার দায়িত্ব বোধয় আমার ওপর পড়ে না। অতএব, নিজেকে অধিক বুদ্ধিমান ভাবিয়া ফেলিয়া নিজের জীবনের ঘটনা (বা যা চাহিয়াছি ঘটুক, কিন্তু ঘটে নাই ) ইতিহাসের মোড়কে পাঠককে পড়ানো ঠিক হইবে কিনা তাহা নিয়া বড়ই দ্বন্দে পড়িয়াছি। আমি যা লিখি তাহা অনেকেরই বোধগম্য হইয়া উঠিতে পারে না। ইহা বড় দুঃখের বিষয় আমার নিকট। দুঃখ ইহা নিয়া হয় না যে পাঠক নিজের মতো করিয়া মানে খুঁজিয়া আমার সাহিত্যকে সম্মান দেন; বরং দুঃখ এইখানে যে আমার লেখায় আমায় খোঁজা হয়।
হয়তো সেখানেও দুঃখ বিরাজ করিত না, যদি কিছু কিছু লেখায় আমাকে কেউ একজন খুঁজিয়া বাহির করিয়া লৈত। কিন্তু সেসব লেখা সেই সব চোখে হয়তো পড়ে নাই, বা পড়িলেও তাহা অন্তরে গিয়া সেই পাঠক-পাঠিকাদের সব লন্ড-ভন্ড করিয়া দিতে সক্ষম হয় নাই। বেশির ভাগ ক্ষেত্রেই, যে লেখায় লেখক কে অনুসন্ধান করা হইয়াছে, সেখানে লেখক নাই।  কিন্তু কোথায় আমি আছি, আর কোথায় নাই, এই খেলাই তো একমাত্র লীলা-খেলা যার স্বাদ তুমি পাইয়াছো, আমিও পাইয়াছি। তাই জীবনের যেকোনো গভীর প্রশ্নের মতো ইহা হইতে মুক্তির নির্দিষ্ট সমাধান অন্তত আমার জ্ঞানসীমার বাহিরে।
যাহাকে নিয়া লিখিতে চলিয়াছি, সে এই গল্পে একটি ছোট্ট বালক। বয়স তখনও দশ অতিক্রম করে নাই। ফুটফুটে চেহারা, নিষ্পাপ দুই চোখ, মাথায় তৈলপূর্ণ ঘন কালো চুল। ইহাকে আজ দেখিলে হয়তো অনেকেই রাজপুত্র ভাবিয়া বসিত ক্ষণকালের জন্য  (বর্তমান ভারতবর্ষ প্রজাতন্ত্রে অগাধ বিশ্বাস রাখিলেও প্রজারা মনে মনে রাজপুত্রের চেহারা ঠিকই কল্পনা করিতে পারিবেন)। তবে আমাদের গল্পের বালক মটেও রাজপুত্র নহে। সে সাধারণ বালক, অতি সাধারণ। তাহার জীবনের কর্মও যথেষ্ট সাধারণ গোছেরই হইয়াছে ভবিষ্যতেও। কিন্তু সেই ভবিষ্যৎ আমাদের বর্তমান ইতিহাসের অঙ্গ নহে। তাই আমরা সঠিক কালে ফিরিয়া যাই এই মুহূর্তে।
বালকের নাম নীলকণ্ঠ। কি ভাবিয়া তাহার পিতা মাতা এই নামকরণ করিয়াছিলেন বলা মুশকিল, কেন কোনো অভিভাবক আদৌ চাহিবেন যে তাহার পুত্র বিষ পান করিবে, ইহা আমার পক্ষে যুক্তি দিয়া বোঝা সম্ভব নহে। তাহার ওপর আবার নাকি বালক সেই বিষ পান করিয়া জীবিত থাকিবে এবং জগৎকে উদ্ধার করিবে! পিতা মাতা-রা নাম রাখিবার সময় একটু ভাবিতে পারেন, যে ওনারা বালকটি চোখ মেলার পূর্বেই তাহার ওপর জগৎ সংসারের বোঝা চাপিয়ে দিতেছেন। তাই বিদেশী মতে টম , হ্যারি নাম গুলোই আমার বেশি প্রিয়। আমি হয়তো বিবাহ করিব না, হয়তো নিজের সন্তান এই বসুন্ধরার কোলে অনিবও না; তবু , যদি আদৌ পিতৃত্ব অনুভব করি, তবে নামকরণে কোনো আড়ম্বর রাখিব না। আবার ভুল দিকে পাঠককে লইয়া আসিয়াছি! বালকের গল্প নিয়ে পাঠক উৎসাহী, আমার জীবন কাহিনীতে নয়, তাও আবার যদি সেই কাহিনীতে কোনো দৃঢ়তা থাকিয়া থাকে। না, পাঠক পরম শ্রদ্ধেয়, তাঁহার রুচি বিচার করা মোটেও ভদ্রতা নহে।
নীলকণ্ঠ রিকশায় কাঁদিতে কাঁদিতে বাড়ি ফিরিতেছে। তাহার কান্না কিছুতেই থামিতেছে না। হাউ হাউ করিয়া কাঁদিতেছে। বাচ্চারা কাঁদে, অন্তত যখনকার ইতিহাস লিখিতেছি, তখন কাঁদিত। ইহার মধ্যে তাৎপর্য পূর্ণ কিছু হয়তো পাঠকের নিকট নাই । কিন্তু লেখক যদি জাতিস্মর হইয়া থাকেন, তবে তিনি তো বালকের ভিতরে চলা তোলপাড় দেখিতে পাইবেন। যদিও এই লেখক জাতিস্মর কিনা, বর্তমান জীবনে তাহার টের আমি পাইনাই। আঃ! আবার নিজেকে লইয়া পড়িলাম! নীলকণ্ঠের গল্পে ফিরিয়া যাই এখনই, না হইলে পাঠক আর সহ্য করিবেন না।
 নীলকণ্ঠ কাঁদিতেছে, হাউ হাউ করিয়া কাঁদিতেছে। রিকশা ছুটিতেছে। এমন সময় পশ্চাতে  এক সাইকেল আসিয়া উপস্থিত হইলো।
"একি নীলকণ্ঠ তুমি কাঁদিতেছো কেন? পরীক্ষা ভালো হয় নাই?"
বিস্ফোরিত লাল চক্ষু লইয়া টুকটুকে রাজপুত্র দেখিলো তাহার অঙ্কের মাস্টারমশাই তাহাকে প্রশ্ন করিতেছে!
এ কি অদ্ভুত ব্যাপার! অঙ্ক পরীক্ষা দিয়া সে ফিরিতেছে , আর তাহার বাড়ির অঙ্ক শিক্ষক ঠিক এই সময়ই তাহার রিকশার পশ্চাতে আবির্ভূত হইলেন কি করিয়া? নীলকণ্ঠ সহজেই বিস্মিত হইয়া পড়ে চিরকাল। কিন্তু এই মুহূর্তে তাহার দুঃখ তাহার বিস্ময়কে গ্রাস করিয়া লইলো, সহজেই।
সে আকুতির সহিত কহিলো, "আমি একটি অঙ্ক ভুল করিয়া ছাড়িয়া চলিয়া আসিয়াছি। কি মনে হইয়াছিল , ঐটা পড়ে করিব ভাবিয়া অন্য গুলি ঠিক করিয়াছি কিনা, তাহা ভালো করিয়া দেখিলাম। তাহার পর  আর ওই অঙ্কটির কথা খেয়াল রহে নাই। " বলিয়া সে আবার হাউ হাউ শব্দে কাঁদিয়া উঠিল।
মাস্টার পড়িলেন বেপাকে। উনি বুঝিতে পারিলেন না কি বলে সান্তনা দিবেন। জিজ্ঞেস করিলেন, "বাকি গুলি সঠিক করিয়া আসিয়াছো তো?"
"হ্যা। কিন্তু যেটা ছাড়িয়া আসিয়াছি, ঐটিও আমি পারিতাম। পাঁচটি নম্বর চলিয়া গেল। " নীলকণ্ঠ আবার চক্ষু হইতে অশ্রুর ধারা নিক্ষেপ করিল।
মাস্টার বলিলেন, "ঠিক আছে, উহাতেই হইবে। তুমি জানো তুমি পারিতে। ইহাই তো যথেষ্ট। পরীক্ষা শেষ হইয়াছে , বাড়ি গিয়া খেলা করো। "

এই ঘটনার পর পৃথিবীতে অনেক কিছু ঘটিয়া গিয়াছে।  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও দুই বার বিবাহ করিয়াছেন, ভারত অলিম্পিক্সে গুলি ছোড়ায় সোনা পাইয়াছে , সুনামি আসিয়া বর্তমানকে প্রলয়ের আভাস দিয়া গিয়াছে, প্লুটো তাহার বাড়ি হইতে বিতাড়িত হইয়াছে, অনেক রমণীর হৃদয় ভাঙিয়াছে, অনেক রমণী হৃদয় ভাঙিয়াছেন, নারীবাদ, জাতীয়তাবাদ, মাওবাদ সব কিছুই মনুষ্যত্বকে বাদ দিয়া নিজেদের দামামা বাজাইয়াছে, হিংসা নিজের থাবা তোমার, আমার সকলের মনে আরও কঠিন ভাবে বসাইয়াছে। আর নীলকণ্ঠ?

সে বিষ পান করিয়া চলিয়াছে।

Friday, November 16, 2018

Multiverse

Who says, there isn't another universe?
There are so many of them out there
They are just around the perimeter,
Coming alive, as I close my eyes
But then, they aren't so alien to us,
They too are constitutionalised into laws.

But those laws are so off from you and me
Some have five forces and some have three
Some are only dark and some too bright
Some have sound and a few are too tight
A few have certain conditions quite right
But I am yet to find the one which has life.

Thursday, November 15, 2018

Stories

The building stands; mortar, cement and brick
The stories, though are growing old, falling sick
Just like the old man who would chase you and me,
Was once young, and is now a grandfather to kids,
Who on Mischief's orders are now climbing those trees-
Only to be chased away by a young man with a stick.

The playground remains, as it used to be
Do you remember the boundary, you first hit?
The paint, every few years tries to wash away our sins
Yet, those benches still raise us a toast with a grin!
My memory is fading, and will soon be leaving
Have you held on to your part of the story-telling?

You can build a bridge, you can build a legacy
And the universe will still do what it fancies!
One Frank Sinatra will arrive on a late Thursday night
And the corridors of Hotel California will again see light
And probably there would be no one to strum your pain
With her fingers, but there will be music and champagne!

So would you not go to the van Gogh museum
Once in your lifetime?
Would you not play the strings to an Alzheimer's
If you could, when still there's time?

Zindagi aur kuch bhi nahi, teri meri kahaani hai.

Large Deviations

কে যাবে কোথায়, বোঝা বড় জটিল,
তাই করো average, quenched ও annealed;
বের করো খুঁজে তফাৎটি কিসে
মাথার ঘিলু যে সব গেল মিলে মিশে!
এক হাত দূরে দূরে বসে ছিল সবাই
সময়ের যাঁতাকলে আজ কে কোথায়!
আমার কাজটি হলো লেজ বুঝে চলা,
যতই rare তালা, ঠিক হবে খোলা।।

Wednesday, November 14, 2018

Nandini

যেখানে ইতিহাস বাতাসে ভেসেও ভাসে না,
যেখানে নিম্নগামী স্রোত পাথরে লুটিয়ে পড়ে ,
যেখানে এক পশলা বৃষ্টির হিসেব এক দিনের রদ্রু ,
যেখানে খেলার শেষে পড়াশোনা উঁকি মারে ,
যেখানে গান ফুরোলে গল্প বাসা বাঁধে
যেখানে গল্প শেষে ঘুম নিজের অস্তিত্ব বোঝে;
                          ঠিক সেই রাত যদি মানবী তুমি হতে!
তখন আর কোথায় মারের সাগর আমার পারি দেওয়া?
তখন আর কোন মলয় বাতাসে আমার ভেসে যাওয়া?

 ইতিহাসের কোন লুন্ঠিত পাতায় তোমার অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে আছে -
খুঁজে পাই মাঝে মাঝেই, কিন্তু তোমায় কোথাওই যেন সম্পূর্ণ পাইনা;
কোনো লেখায় তুমি শুধুই শরীর, কোথাও অশরীরী প্রতিহিংসাপরায়ণা ,
কোথাও তুমি ধরিত্রী কাঞ্চনকাননা, কোথাও আগামীর বর্ণনা;

কখনো তুমি মধ্য রাতের শূন্য পথে সবুজ আলোর হাতছানি
কখনো রাঙা হওয়ার অহংকার তোমার অন্তঃপুর প্রসারিনী।
ভাবনার এ-কূল ও-কূল প্লাবিত করতে পারো, তুমি মন্দাকিনী,
কখনো ভাবি এতো সব না ভেবে গেয়ে ফেলি, 'কে তুমি নন্দিনী?'

Saturday, November 10, 2018

Axes

Oh what is dark? a student asks
Deep inside a halo of light, a mere mask?
Nature nature O bewildering spirit
Your symphony blasts in a million paths.
Where is one, in a crowd of many?
Pandora triggers in silent smirks.
Quick and slow, the Bang was low
Big hot dishes and a few baby bubs!
What was time before the time?
A collapse of may be two old lovebirds.

Is then time that led to time?
Or is it love that led to time?
Or is it time that led to love?
Or were time and love entwined forever?
Think of axes colliding in death,
And new rules emerge in a whole new state!

A Cosmos for you, and me for life
May be we're all just snippets so fine
A deep dark web might lead to crime
An enlightened soul sings "Starry starry night".

Vincent died when the brush took birth
May be the axes were never meant to part.
And here we are, in a mix of colours
Not red, not black, none of chosen liquors,
But a hue too ghettish, a canvas fetish
No existing word could become so lavish!
So the colour fit itself to the eyes it made
But Time had plans to ruin the game.

So you see a rainbow, a cat sees white
One sees darkness and the other holds tight.
The heart is beating to the tunes of time,
Or is it simply Coming back back to life?

Friday, November 9, 2018

A tale of two disorders : annealed and quenched

Like leaves strewn around me
There are footsteps over the city
Beautiful ladies and beautiful kisses
A chilling breeze for as many heartbreaks
There are mansions standing, free of past
Hiding stories that were meant to last
Friends, lovers entwined in time
Systems quenched into freezing nights
O what beauty does youth radiate!
Asymptotic footsteps, annealed in shades.

Tuesday, November 6, 2018

Lonely woman

She sleeps, my lonely woman
Buying comfort in survival,
The song diffuses into a lullaby
For another lonely soul's revival.

I come around one corner after another
Only to realize that I'm lapping her in circles;
Yet my lonely woman smiles in her corner
Shadowed, I move from black to purple rectangles.

There's a soft breeze, blowing friendships away
And there's hidden Sunset, waiting to happen
The Sun burns but lights up this solar system
Everyday, for broken me, broken you, my lonely woman.


Saturday, November 3, 2018

যথেষ্ট

তুই আলাদা কিনা, আমার জানার প্রয়োজন নেই
তুই আছিস, আমি যখন আছি, তখনই যে আছিস,
তাই আমার জন্য, আমার জীবনের জন্য,
তর্কের জন্য, প্রশ্নের জন্য, ঘুমের জন্য এবং
সব ধরণের ঘুম ভাঙানোর জন্য, যথেষ্ট।

আর কে কেমন, তা জেনে আমার কাজ নেই
বিশ্ব-ব্রহ্মান্ড আলোর গতি মাপতে ব্যস্ত থাকুক।।

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...