Wednesday, October 31, 2018

মাধ্যাকর্ষণ

সে এক বৃষ্টির ফোঁটা,
কোথায় আঁছাড় খাবে ভেবেই জীবন কাটিয়ে দিলো,
সামনে ছিল অনন্ত ভূখন্ড,
কিন্তু সে শুধুই ভাবলো মুখ থুবড়ে পড়ার কথা।

সে এক মহাশূন্যের গোলোকধাঁধা,
কবে আসলো, কবে গেলো, কেউ হিসেব রাখেনি,
তার পায়ের কোনো ছাপ ছিল না,
ছিল শুধু মাধ্যাকর্ষণ মেনে চলা, নিয়ম মেনে চলা।

যারা বলে নিয়ম মানবো না, তারাও যে নিয়মের দাস,
একা, একক আর অবশ্যম্ভাবী, মহাসৃষ্টির সম্রাট
নিজের সিংহাসনে বড়ই আরামে বিরাজমান, উদাসীন
তিনি মাধ্যাকর্ষণ; তাঁকে দেখা যায় না,
ভগবান হয়ে সর্বত্র নিজের তরঙ্গের ছাপ রেখে যান।।

Monday, October 29, 2018

মধু

তুমি? কোন ফুলের গভীরে লুকিয়েছো আজ?
মধু মধু করে বাসা ত্যাগ করলে, হায় হায় সমাজ!

সেই মধু তোমারই হোক, তবে এভাবে হারিয়ে যাবে?
তুমি চাইলে হারাও, ক্ষমতায় ক্ষীণ, আমি রোধবার কে?

খুব ব্যাথা দায়, দুজনেই, ঘড়ির কাঁটা, ফুলের কাঁটা
মেনে নিতে হয়, তুলে নিতে হয়, না নিয়ে কি উপায়!
ঘড়ির ছন্দই তোমার ছন্দ, তোমার মঞ্চ, তোমায় চায়
এদিকে সেই কাঁটা দিয়ে কাঁটা তুলতেই আমার যত ভয়।

তাই তুমি ফুলের ভেতর হারিয়ে গেলে যাও
কজন আর তুমি হতে পারে, সবারই শেষ দাউ দাউ।।

মহাশ্মশান না মহাশূন্য?

আমি, মহাশ্মশান নাকি মহাশূন্য?
কোথাও আমি হতাশা, কোথাও সম্পূর্ণ।

আমি কি কালবৈশাখী, না হেমন্ত?
কোথাও আমি ধ্বংস, কোথাও চৈতন্য।

আমি কি অতীত, না নিছক বর্তমান?
কোথাও বইয়ের মলাট, কোথাও মহাকাব্য।

আমি কি আদৌ আমি, না তোমার অংশ?
তাই তোমারই তাণ্ডবলীলায় আমি ভগ্নাংশ!

সমস্ত স্রোত যেখানে শান্ত হওয়ার সুযোগ পায়
অপেক্ষায় আমি, একদিন টেনে নেবে সেই গভীরতায়।

Friday, October 26, 2018

Not a damn

Clocks have a way of telling stories
Stories that sell ideas of running wild
And I'm a man of disproportionate assets
And you know, some men don't give a damn.

Figurines smoke up to dust far above
Venus shines through evenings, all night long
The game goes on until the penny trickles down
You know, some men become the talk of the town.

The Sun decides to spend weekends behind clouds
City lights work through the nights, without sound
There's a theater inside you, waiting for command
The Director calls the shots, from way above the crowd.

And I'm a man of inappropriate measures
Head, feet and heart, I'm a man of pleasure.

 

Thursday, October 25, 2018

Andhadhun, LPTMS, Abstracts

And I'm wondering
What's so blissful about it?
Not a soul around,
For company a piano
Blessed with diffusing sound
And I'm left with footsteps,
An implosion is doing the rounds.

And yet there's something waiting
May be too far away
From the coffee machine;
Red cups, handcuffs letting go of me,
And I am simply wandering
Where the clouds of Physics should be.

Tuesday, October 23, 2018

আমি আর পারি

আমি আর পারি,
মাঝে আলো সারি সারি
হুতুম প্যাঁচার সাজে
কত নর কত নারী,
আমি তাই ছাদে উঠি
বুকে দম নিয়ে ভারী,
কলরবে হাহাকার
ডানা কাটা পরী;

আমি আর পারি,
দুই দুধে ভাত আনাড়ি
ঠোঁট ভরা অঙ্কে
গাল ভরা দাড়ি;
মিছে তার যত তেজ,
চোখে মহামারী,
আমি আর পারি তাই
ভয়ে ভয়েই মরি। 

Sunday, October 21, 2018

A certain day

If on a certain timeline
Appeared a passing, lonely day;
A day when the first rays
Would land on your breasts
And slowly make way to my eyes;
A day when my senses
Would open to a curve on your lips;
A day when your fingers
Would caress my newly born face;
A day when bodies would form
And deform on tunes of emotion;
When loving you and loving me
Would be the one truth, unification.

Thursday, October 18, 2018

Ghost

You write and write and write
It appears if it has to appear
You kiss and kill and die
It leaves, as if a ghost disappears.

Tuesday, October 16, 2018

আনন্দলোকে

আরও একটা দিন গেলো চলে,
এক ভোর থেকে সকাল এলো,
দিনের আলো সবার হাসি চুষে
মধ্যাহ্নে তেজী রাষ্ট্রনায়কের ন্যায়
বিকেলে সন্ধ্যার কোলে মাথা নামালো,
বাড়ি ফিরে এলাম সবাই, একটা রাতও ফুরোলো।

আজ হঠাৎ দেখবে, এই দিনও ফুরিয়েছে
কোনো হাত তুমি ছুঁলে না, কোনো ঠোঁট?
শুধু দেখলে, আরও একটা দিন তোমার হলো না।
সন্ধি পুজোর অঞ্জলীতে নিজেকেই দেওয়া যায়,
যেখানে ফুরোনোয় কারোর আশা জুড়ে থাকে-
আরও একটা রাত আমাদের ছেড়ে যাবে, বিজয়া।

কেউ বলে উঠবে, বিজয়াও নাকি শুভ নয়!
আনন্দের বড় কষ্ট; কেউ তাকে নিতে জানে না।
আরও একটা বছর যাবে কেটে, কল্পনায়
আনন্দের বড়ই দুঃখ; কেউ তাকে ছাড়তে জানে না।

Saturday, October 13, 2018

Orsay

The clock moves, the footsteps move
The staircases evolve into something new
And I sit alone, wondering in my room
Is this a reality or a fantasy happening too soon?

The green is yellow, the lakes are shallow
Princess shines in her prince's glow
Days go by, in their prime, into tomorrows
In my dungeon, I paint the colours of life and sorrow.

The bell goes down, far far down in downtown
A fantasy novel fills its pages through smiles of a clown.

Jeena yaahan marna yaahan, iske sivaah jaana kahan?

Paris

Thursday, October 11, 2018

Lekha

লেখা বলে লেখাকে ভুলে গেলে চলবে কি করে?
আমি বলি, পড়াশোনা করতে গিয়ে খেয়াল নেই;
লেখা হাসে, বলে, "আমি যে তোর খেয়ালের পাত্র নই রে,
তোর ভেতরে যা নরম, যা কঠিন, যা স্নিগ্ধ, যা মলিন,
তোর বাইরের কুয়াশা, ভোর, মাঝরাত বা তান্ডব,
তোর কানে ভেসে আসা সুর, সুরের তরঙ্গের অনাড়ম্বর;
আমি তো তুই; তাই আমি আছি, তুই ছাড়া আমিই বা আসি কি করে?"

সব সূর্যাস্তের শেষে কোনো কোলে মাথা রাখতে পারার সৌভাগ্য কতজনের হয়?

Sunday, October 7, 2018

আগমনী

আমি রাত্রি, আমিই দ্যুতি
আমিই অন্তর-অনন্ত, মহাশূন্য, প্রকৃতি
আমি শ্রেষ্ঠা, আমি আগমনী,
আমিই মূল, আমিই মূলের জননী
আমি আদি, আমিই অগ্নি,
আমি শরৎ, আমিই চণ্ডী
আমি প্রলয়, আমি শক্তি,
আমি অস্তিত্ব, আমি সৃষ্টি
আমি নর, আমিই নারী
আমিই লীলা, আমিই বিচারিনী
আমি প্রেম, আমি জ্যোতি
আমিই দেবী; আমিই মা; আমি দুর্গতিনাশিনী।

Saturday, October 6, 2018

Fall

And I'm falling...
Like the leaves, who fell
In love with Summer;
And then turned yellow
For Summer never meant to stay.
Just like they fall all around me,
I fall along with them to see
The depth of their miseries.

A few of the leaves are still red,
Like the woman who never ages
In her own eyes; all but her know
The eventuality surrounding her,
Surrounding them; a simple truth
Beauty was made to fall
And thus, an eternal seeker,
I am falling too, only to follow her.

Wednesday, October 3, 2018

বোকা

গন্ড গ্রামে যারা থাকেন, তারা গ্রাম্য। শহরে যারা থাকেন, তাদের পরিচয় নিয়েই গুচ্ছের বই লেখা হয়েছে, সেই নিয়ে আমার এখন কিছু বলার নেই। কিন্তু যে শহর পছন্দ করা সত্বেও গ্রামে থাকার পরিকল্পনা করে সেটাকে বাস্তবে রূপান্তরিতও করে ফেলে, সে নিতান্তই বোকা। তাই বোকাদের চেনা খুব সোজা। বোকা romantic, বোকা idealist, বোকা অভিমানী, বোকা হটকারী, বোকা postdoc, বোকা বুদ্ধিমান।

বোকা বুদ্ধিমান। শুধু মনটা বড় নরম। তাই বারবার চোর পালিয়ে যায়।

Tuesday, October 2, 2018

আত্মপ্রকাশ

কেন লিখছি, জানিনা।
তবে লেখা তো কলকাতায় থেমে থাকতে পারে না;
লেখা কাল মানতে চায়না, স্থানের গন্ডি তো দূরের কথা।
তাই বোধয় লিখছি; আমার পরিচয়কে স্নান করাতে,
এই 'আমি' কোনো কারোর ভালোবাসার মানুষ,
কারোর না ছোঁয়া বাতাস, কোথাও জমে থাকা ব্যথা;
কিন্তু নিজের কাছে?
এখানে আমি নাম নই, বিচারাধীন বন্দীও নই।
এখানে 'আমি' শুধু লেখক; ভাঙনের কান্ডারী;
পৃথিবীর অস্তিত্বের গহবরে নিত্যনূতন সৃষ্টির পূজারী।

তাই তাপমাত্রার নিঠুর চাপেও
এই আগ্নেয়গিরি জ্বলতে থাকে;
দপ দপ দপ, রক্তিমাভ হৃদয়
ঠান্ডা, হাড় হীম করা তুচ্ছ বুকে।

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...