নাই বা হলো রাত পোহানো, নাই বা হলো দেখা
নাই বা হলো দিনের শেষে রাতের আমেজ মাখা;
হাতের রেখায় বইছে দেখো অন্য হাতের লেখা
ঠোঁটের কোনে থাকলো কিছু গুপ্ত আবেগ রাখা।
মিষ্টি বলে, "চাঁদ উঠেছে, তারায় তারায় ফাঁকি!"
দৃষ্টি বলে, " হায় রে কত পথ রয়েছে বাকি ।"
শহর যদি পলাশ বনে পারতো দিতে উঁকি
রাতের রাত, হুলোর ছাত, একটুই তো ঝুঁকি!
ঝুঁকতে গিয়ে কোমর বেঁধে গান ধরেছে লতা
সেতার বলে মা ধা পা নি সা, আমার ব্যাকুলতা
জগাই হঠাৎ দশম শ্রেণী, হিসির শিশি পাতা
গাছের নাকি হাওয়ায় হাওয়ায় ভরতে থাকে খাতা!
এর মধ্যে ক্রিকেট খেলে দুষ্টু কিছু বালক
বৃষ্টি বলে, "এই ঠান্ডায় পাতার আলোই জ্বালো।"
জ্বর কাঁদছে শরীর বেয়ে, ফুটছে দেখো আলো,
লিখছি না গো আবোল-তাবোল, বাসছি তোমায় ভালো।
নাই বা হলো দিনের শেষে রাতের আমেজ মাখা;
হাতের রেখায় বইছে দেখো অন্য হাতের লেখা
ঠোঁটের কোনে থাকলো কিছু গুপ্ত আবেগ রাখা।
মিষ্টি বলে, "চাঁদ উঠেছে, তারায় তারায় ফাঁকি!"
দৃষ্টি বলে, " হায় রে কত পথ রয়েছে বাকি ।"
শহর যদি পলাশ বনে পারতো দিতে উঁকি
রাতের রাত, হুলোর ছাত, একটুই তো ঝুঁকি!
ঝুঁকতে গিয়ে কোমর বেঁধে গান ধরেছে লতা
সেতার বলে মা ধা পা নি সা, আমার ব্যাকুলতা
জগাই হঠাৎ দশম শ্রেণী, হিসির শিশি পাতা
গাছের নাকি হাওয়ায় হাওয়ায় ভরতে থাকে খাতা!
এর মধ্যে ক্রিকেট খেলে দুষ্টু কিছু বালক
বৃষ্টি বলে, "এই ঠান্ডায় পাতার আলোই জ্বালো।"
জ্বর কাঁদছে শরীর বেয়ে, ফুটছে দেখো আলো,
লিখছি না গো আবোল-তাবোল, বাসছি তোমায় ভালো।
No comments:
Post a Comment