Thursday, January 16, 2020

উৎস

আমার লেখার উৎস কি বা কোথায় ,
অণুবীক্ষণ যন্ত্রও যন্ত্রনায় ছটফট করে খুঁজতে।
কিছুই বুঝে পাওয়া যায় না,
কোনো মূল নিজের হদিস জানায় না।
অন্ধকার গহ্বর ভেদ করে জ্বলন্ত অগ্নিকুন্ড,
হঠাৎ বরফ কাঁচের অসংখ্য তীর বর্ষণ
ডুবতে ডুবতে তলের আলেয়ার অট্টহাসিও শোনা যায়
যন্ত্রনায় উপশিরা কেঁপে উঠে রক্ত যখন বিরক্ত
শান্তি তোমারই আরতি করবে, আমার অন্তরে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...