চোখের সামনে লঙ্কা যাবে জ্বলে।
রাজত্বের শেষ চিন্হ ছাই হয়ে করবে হাহাকার,
যেমন বিষম খেয়ে ছটফটিয়ে মৃত্যু
দেখেছ নিজের চোখে দর্পনে প্রতিবার।
তুমি রাবণ। বর্বর তুমি নও, মূর্খকে করো ঘৃণা
শাঁখের কোলে রাগের ছটা সাজায় তোমার বীণা।
ভেঙেচুড়ে যায় মন, ভাঙতে থাকে শরীর
সর্বনাশের লক্ষে তাও তুমিই চিরস্থির।
রক্তাক্ত ধুতির কোঁচে কোন দুহিতার আঁচ
অগ্নিকুন্ড তোমায় খোঁজে মুছতে নিজের লাজ।
তুমি রাবণ। শিক্ষা তোমায় দিয়েছে অহংকার
তাই অহম বধের কুন্ডলিনী জ্বালাও বারম্বার।
মরতে তোমায় হবেই। রাম রাজ্যে মিথ্যে তোমার জয়।
অথচ তুমিই যে রাম, বুঝবে কে সে হায়! হায়!
রাজত্বের শেষ চিন্হ ছাই হয়ে করবে হাহাকার,
যেমন বিষম খেয়ে ছটফটিয়ে মৃত্যু
দেখেছ নিজের চোখে দর্পনে প্রতিবার।
তুমি রাবণ। বর্বর তুমি নও, মূর্খকে করো ঘৃণা
শাঁখের কোলে রাগের ছটা সাজায় তোমার বীণা।
ভেঙেচুড়ে যায় মন, ভাঙতে থাকে শরীর
সর্বনাশের লক্ষে তাও তুমিই চিরস্থির।
রক্তাক্ত ধুতির কোঁচে কোন দুহিতার আঁচ
অগ্নিকুন্ড তোমায় খোঁজে মুছতে নিজের লাজ।
তুমি রাবণ। শিক্ষা তোমায় দিয়েছে অহংকার
তাই অহম বধের কুন্ডলিনী জ্বালাও বারম্বার।
মরতে তোমায় হবেই। রাম রাজ্যে মিথ্যে তোমার জয়।
অথচ তুমিই যে রাম, বুঝবে কে সে হায়! হায়!
No comments:
Post a Comment