কথায় কথায় বলা হয়নি, আমার জেদ খুব বেশি
শব্দে শব্দে ভরা অক্ষরের তেজ হয়তো তোমার চোখ এড়িয়ে যাবে
মন অবধি পৌঁছনোর আশা করার মত সময়ও এখন নেই।
"তাহলে কি আছে?" - এই তো প্রশ্ন তোমার?
যদি বলি কিছু নেই, কোনোদিন ছিল না, যা ছিল সব অহংকার,
পায়ের নিচে মাটি সরে যাবে? নাকি এই উত্তরই সর্বদা জানা ছিল?
কি ভাবছো আজ আমায় নিয়ে? কোনদিন ভেবেছো?
আমিই বা কোনদিন তোমায় নিয়ে ভেবেছি বলো তো?
প্রেমের পাঠ কোন অন্ধ কোন অন্ধকে পড়ায়?
ভালোবাসা আখেরে গুছানো কিছু কণ্টকগুল্ম,
যেখানে না রাত্রি আঁধার দিতে পারে, না ভোর আলো।
বৃষ্টির নামে মেঘের কালো সব ধুয়ে গেল যেন
লোডশেডিঙের ব্যাকুলতায় মোম কাঁদছে কেন?
শব্দে শব্দে ভরা অক্ষরের তেজ হয়তো তোমার চোখ এড়িয়ে যাবে
মন অবধি পৌঁছনোর আশা করার মত সময়ও এখন নেই।
"তাহলে কি আছে?" - এই তো প্রশ্ন তোমার?
যদি বলি কিছু নেই, কোনোদিন ছিল না, যা ছিল সব অহংকার,
পায়ের নিচে মাটি সরে যাবে? নাকি এই উত্তরই সর্বদা জানা ছিল?
কি ভাবছো আজ আমায় নিয়ে? কোনদিন ভেবেছো?
আমিই বা কোনদিন তোমায় নিয়ে ভেবেছি বলো তো?
প্রেমের পাঠ কোন অন্ধ কোন অন্ধকে পড়ায়?
ভালোবাসা আখেরে গুছানো কিছু কণ্টকগুল্ম,
যেখানে না রাত্রি আঁধার দিতে পারে, না ভোর আলো।
বৃষ্টির নামে মেঘের কালো সব ধুয়ে গেল যেন
লোডশেডিঙের ব্যাকুলতায় মোম কাঁদছে কেন?
No comments:
Post a Comment