Monday, January 6, 2020

ঘি

শুনলাম আগুন লেগেছে?
ওরে, এখনই  সব ঘি বেচে ফ্যাল মন্টু,
এরপর জলের আর কোনো দাম পাবি না।

কি সব বলছো জ্যাঠা?

দাম নেই, দাম নেই।
ছোট বেলায় পড়িসনি,
জল মানে কি যেন ছিল...?

ছোট বেলা? সেটা আবার কি?

সে তুই আজ বুঝবি নে,
কপালে থাকলে ঠিক একদিন বুঝবি।
নে এখন ঘি টা বেচে ফ্যাল কথা না বাড়িয়ে।।


No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...