আমি বৃষ্টি দেখিনি, কোনো ছবি আঁকিনি
আমি প্রেমে পড়ে, হেরে, আজও কিছুই বুঝিনি।
আমার আকাশ কুসুম স্বপ্ন সবই খেলাঘর
যা শুধুই ভেঙেচুরে আজ শত স্তব্ধ বুঁদিগঢ়।
আমার অন্দরমহল শুন্য, অথচ বোঝার ভিড়
আমি রাত্রি মাখতে শিখে শুধু ভুলে গেছি দিন।
তোমার চোখের কোনায় স্বপ্ন আজও যেন চিরনতুন
তাই আমি আবার হারাবো একই আদৌ কিছু গোপন?
আমি গান গাইতে গিয়ে, সুরে হোঁচট খেয়েছি
তাই শব্দের ভিড় ঠেলেও আড়ালেই থেকেছি।
আমি বৃষ্টি দেখেছি, শুধু তোমায় এঁকেছি
ধুয়ে গেছে তাই সবই, শুধু তুমি যাও নি।
আমি প্রেমে পড়ে, হেরে, আজও কিছুই বুঝিনি।
আমার আকাশ কুসুম স্বপ্ন সবই খেলাঘর
যা শুধুই ভেঙেচুরে আজ শত স্তব্ধ বুঁদিগঢ়।
আমার অন্দরমহল শুন্য, অথচ বোঝার ভিড়
আমি রাত্রি মাখতে শিখে শুধু ভুলে গেছি দিন।
তোমার চোখের কোনায় স্বপ্ন আজও যেন চিরনতুন
তাই আমি আবার হারাবো একই আদৌ কিছু গোপন?
আমি গান গাইতে গিয়ে, সুরে হোঁচট খেয়েছি
তাই শব্দের ভিড় ঠেলেও আড়ালেই থেকেছি।
আমি বৃষ্টি দেখেছি, শুধু তোমায় এঁকেছি
ধুয়ে গেছে তাই সবই, শুধু তুমি যাও নি।
No comments:
Post a Comment