কখনো স্রোতের আড়ালে, কখনো গ্রীষ্মের চরে
নিঃশব্দে তোমার অঙ্গ-প্রত্যঙ্গে যে বয়ে চলেছে,
তুমি রেখেছো তার খোঁজ? কোথায় তার কূল ? কোথায় ভুল?
সূর্যোদয়ের প্রতিবিম্বকে সে মিলিয়ে এসেছে সূর্যাস্তের ঠোঁটে
একদিন নয়, প্রতিদিন। বুঝেছো কখনো, তাদের ফারাক কোথায়?
পর্বত-প্লাবনা সেই অনন্তে দেখেছো, পাথরে আঁছাড় খাওয়ার চোট?
আমি তো দেখিনি, স্পর্শকাতর প্রেমের আমি কোন-এক আদীম দ্বার-রক্ষী ,
কিন্তু তুমি? কোন দরিয়ার তরে আজ গঙ্গাস্নানে নারাজ তোমার ঠোঁট ?
নিঃশব্দে তোমার অঙ্গ-প্রত্যঙ্গে যে বয়ে চলেছে,
তুমি রেখেছো তার খোঁজ? কোথায় তার কূল ? কোথায় ভুল?
সূর্যোদয়ের প্রতিবিম্বকে সে মিলিয়ে এসেছে সূর্যাস্তের ঠোঁটে
একদিন নয়, প্রতিদিন। বুঝেছো কখনো, তাদের ফারাক কোথায়?
পর্বত-প্লাবনা সেই অনন্তে দেখেছো, পাথরে আঁছাড় খাওয়ার চোট?
আমি তো দেখিনি, স্পর্শকাতর প্রেমের আমি কোন-এক আদীম দ্বার-রক্ষী ,
কিন্তু তুমি? কোন দরিয়ার তরে আজ গঙ্গাস্নানে নারাজ তোমার ঠোঁট ?
No comments:
Post a Comment