ভাবছি, তোকে ভালোবাসা যায় কি না
আরো একবার ডুবুরি হওয়ার আদৌ দরকার আছে ?
হাতের মুঠোয় মুক্ত, অথচ জলবন্দী
আর মুঠো খুলে দিলে তো সব কিছুরই মুক্তি।
তাহলে বল, কি দরকার আমার সেই গভীরে যাওয়ার?
ওরম জলে হিংসা ভীষণ, সেখানে হাঙ্গরেরাই থাক।
কিন্তু ডাঙায় যারা থাকে তাদের তো প্রচুর তাড়া !
প্রতি রাতেই তাই সাঁতার শিখতে গিয়ে স্বপ্ন ভেঙে যাওয়া।
আরো একবার ডুবুরি হওয়ার আদৌ দরকার আছে ?
হাতের মুঠোয় মুক্ত, অথচ জলবন্দী
আর মুঠো খুলে দিলে তো সব কিছুরই মুক্তি।
তাহলে বল, কি দরকার আমার সেই গভীরে যাওয়ার?
ওরম জলে হিংসা ভীষণ, সেখানে হাঙ্গরেরাই থাক।
কিন্তু ডাঙায় যারা থাকে তাদের তো প্রচুর তাড়া !
প্রতি রাতেই তাই সাঁতার শিখতে গিয়ে স্বপ্ন ভেঙে যাওয়া।
No comments:
Post a Comment