পাহাড়ের ঘুম পেয়েছে, তবে লেপ বড় ঠান্ডা
এদিকে পেটে কোথায় যেন গুড়গুড় বক্তা-
আগ্নেয়গিরি যেন বেরোতে না পারা হাঁচি,
তার ওপর যত স্যাঁতস্যাঁতে মেঘের সুড়সুড়ি।
দূরে, মাটির কাছে আবার সাঁতারের তড়িঘড়ি,
তাও আবার অন্য কারোর নয়, হাসিমুখ সূর্য!
সারাদিন পাহাড়ের সাথে লুকোচুরি খেললো,
আহা! কত মানুষের না দায়িত্ব নিতে হয় রোজ,
যত ভাঁওতা, সবাই বুঝেও বলে ম্যাজিক্যাল রিয়ালিসম!
মাটি, জল, জীব, জন্তু, সব ব্যাটা ঠিকই আছে
কিন্তু পাহাড়? তার চোখে ঘুম, পেটে দুঃস্বপ্ন,
কারোর কাছে আদৌ কি আজ পুদিনহারা আছে?
এদিকে পেটে কোথায় যেন গুড়গুড় বক্তা-
আগ্নেয়গিরি যেন বেরোতে না পারা হাঁচি,
তার ওপর যত স্যাঁতস্যাঁতে মেঘের সুড়সুড়ি।
দূরে, মাটির কাছে আবার সাঁতারের তড়িঘড়ি,
তাও আবার অন্য কারোর নয়, হাসিমুখ সূর্য!
সারাদিন পাহাড়ের সাথে লুকোচুরি খেললো,
আহা! কত মানুষের না দায়িত্ব নিতে হয় রোজ,
যত ভাঁওতা, সবাই বুঝেও বলে ম্যাজিক্যাল রিয়ালিসম!
মাটি, জল, জীব, জন্তু, সব ব্যাটা ঠিকই আছে
কিন্তু পাহাড়? তার চোখে ঘুম, পেটে দুঃস্বপ্ন,
কারোর কাছে আদৌ কি আজ পুদিনহারা আছে?
No comments:
Post a Comment