Saturday, April 13, 2019

আবার কলকাতা

এই দ্যাখো,
তুমিও কলকাতার প্রেমে পড়ছো শুনলাম।
সাবধান!
মানলাম, সোনালী চুলে রোদ্দুর আজও আবছা
কিন্তু
তুমি কি দেখেছো নীলের গায়ে ডোরা কাটা হলুদ?
দেখেছো
বই-মেলায় সাদা সালওয়ার, কলেজ-ছুট ?
অথবা
মাঝপথে সাত সকালে বদলে নেওয়া মুখ?
আজকের কলকাতা এসব নয়, একটু নতুন
কিন্তু
প্রেমে পড়ছো যখন, চোখ বুজো না
আমার কলকাতা আজ বৃষ্টি ভেজা বারুদ।

রোদ তাকে আবার প্রাণ ফিরিয়ে দেবে
সেদিন তাকে পুড়িয়ে ফেল না যেন ।।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...