Thursday, December 26, 2024

Fight! Fight! Fight!

 I live in a world that sleeps

When I am wide awake,

And showers in luminous energy 

When my eyes are wide shut.

Hence I exist, merely with myself

Within my box of dreams -

Locked from outside, sold too cheap

In an ancient bazaar of glittering needs.


I travelled through space

Only to be warped in time;

I forgot the rivers, (which)

Once promised to be mine.

Yet, I am; like I should be,

Against the flow, facing the tide;

But stand I must, on feet my own

Until my blood retains my fight.

Saturday, October 26, 2024

ঘরে ফেরার দিন

 শনিবার আমার ঘরে ফেরার দিন;

ছোটবেলায়, ছুটির দুপুরে, মধ্য-কলকাতার ছাদে 

শিশু ধোঁয়ার ওপারে স্টীলের হাওড়া ব্রিজ,

আমার অবুঝ, অবাক চোখ, খুঁজে পায় 

আজকের অবুঝ, অবাক  আমাকে। 

একে ওপরের দৃষ্টিতে বন্দি :

'তুমি কি চেয়েছিলে সেদিন?'

 - 'তুমি আজ কি চেয়েছো?'

তোমার পিছিয়ে থাকা দুপুর 

আমার এগিয়ে যাওয়ার হাতছানি -

আমি আর তুমি মিলেমিশে একাকার 

যা ছিল, তারই কিছু আছে; বাকিটা কোথায়?

 

 আয়নায় দেখি পথ বেঁকে যাওয়া জীবন কবিতা

ছোটবেলার উঠোন জুড়ে হেমন্তের ঝরা পাতা।

Thursday, October 10, 2024

Criticality

 I'm a man of critical points

You know, the safety of a boundary,

The predictibility of homogeneity,

Yet the gradual approach of a change,

The unevenness of the future,

The risk of sudden change of state;

But not quite the surrender to chaos -

That's where I belong - 

Within the utter mad world of fluctuations;

A divergent being, steadily self similar 

And utterly indifferent to microscopics.

Wednesday, September 25, 2024

Dipolar

They wouldn't believe it, I dare say

Love, like gravity, bends time and space,

Slowing down relaxation to lifelessness

As eternity diffuses into relative alternates;

Only for lab-based mortals to realize,

Love is but only one part of a dipole,

Where the other end, equally present

Produces a sound repelling force,

And us, mere humans, oscillate

Unaware of either the source, or the end.




Thursday, September 19, 2024

Braided Trajectories

 As the Vistula wraps herself on her banks

When the water feels a bit much to handle,

I turn to my words; for a touch of compassion.

Surface waves, signatures of unstable realities

Appear from, and merge into oblivion 

As newer raindrops mimic hope, excitation.


My search for meaning braids my way

Back onto itself, swinging freely in space

But knotted strictly through time. 

Who am I in this grand flow of worldlines?

A diffuser? Or a dancing cosmic string -

With its ends absorbed in a strange dynamics?


As I prepare to sleep in Luxembourg tonight,

Krakow puts a blanket of fog over herself

As if to re-iterate that I took my flight

Last night, when the time seemed right.


Hence, let's move on from the banks

There's a flood-warning, 

Though Krakow's (supposedly) globally safe.

The recent pattern breaks

And the deeper form re-exerts itself.

Tuesday, September 10, 2024

Beats of silence

There's a silence in here

And I hear it.

It's the silence of my soul;

Looking back at me

With empty eyes

And a deep contempt.

The silence comes from the backyard 

Where the broken cliff yet stands tall

I breathe, and I listen

To the many sounds of the night.


Maybe it's indeed the 'white noise',

The one that appears in literature 

And feeds many like me;

Or maybe it's something else

And I'm left to wonder

How silence is a superposition 

Of myriad random events

Passing by, with a hint of existence.


Thursday, August 22, 2024

Within

Come closer, and let your hair down.
Let your poise fill the void, and sit
Eye to eye, for a rendezvous of souls.
Sit, as you truly own the air, and the else.
Let his sight slide to the tip of your nose
And then mildly to your lips; only in brief,
And then come back to your eyes, haunting.
Let him fall. Deep and hard, out of lust
And softly in love with the beats of your breath.
Let him see your fingers that seek to create
And the feet that make you stand.
Let him feel the rhythm of your breasts
And realize that there's an organ underneath
That filters dirt, and keeps you strong.
Let him paint the structure of your womb
An engineering of humility, a device of future.
Let him know that further below there's a hole
Just another, of so many, but one that you love.
Let him learn that there's something beyond rage
That the hole that he sees, is meant for your pleasure.
Let him realize that it's not an issue to be rough,
That you can even reciprocate in kind.
And if only he can let go of his anger,
There's a fountain to drink from, forever after.

Let him see you for what you are,
And what he can be, in love with you.

ভাদ্রকণা

সমানে নেমে আসে বর্ষা, আমার কল-পার জুড়ে

ঈর্ষা হয় আমার, কেন বালতি ভরে স্নান করবো আমি?

কেন বুক মেলে দাঁড়াবো না তোমার ঝাপটার স্রোতে,

কেন মেশাবো না তোমার শীতল ফোটায় শরীর, মন?

আরো নামুক মেঘ, গ'লে গ'লে স্বাধীনতার বার্তা নিয়ে

শূন্য থেকে ঝরে পড়ুক, আমার শূন্যতা মেটাতে।

শুধু তুমি নেমে এসো, এই উর্বর ভূমিকণার ঝর্ণা হয়ে।।



Tuesday, July 9, 2024

The Krakow breeze

Here I sit in a Krakow café waiting for my vegetarian breakfast to be dressed in smoked salmon. I am not alone in my wait; a mug of hot cappuccino sits still on the table. The waitress had inquired whether I would like some sugar, to which I had politely refused. 
I have just come back after an early morning trip to the Jagiellonian University campus. If you live in Luxembourg, transport will probably have a different meaning to you. Krakow trams are surprisingly impressive with GPS locators to aid the tourist, and certainly inexpensive.
A smooth set of blues and country songs are vibing with the crawling morning breeze in the café.
I sit and wait; for perspectives. Here's a city that's both an old man and a young lady. The old man walks around the city, hanging along the numerous deserted apartments. The lady struts through the streets, by the boulevards and the banks of the Vistula, indifferent to the have-beens and might-bes. The old man, bare chested, bears marks of crucifixion and chooses to share specific pages from his life with the world. He wants to be remembered; in certain italicized paragraphs. There are many onlookers and he seems to be content with his mission. But he doesn't perturb my curiosity. I would rather follow the woman around in silence. She represents all that matters. She reflects the perfumed waves; of cause and effect. She is who, some would kill for, and for whom some would turn into reformists. She is what the old man wants you to see. Hope.

Here they are. Old bloke with Beauty.





Sunday, May 5, 2024

প্রবাহ

ছোটবেলা থেকেই আমি নদীর বন্ধু। আমি তার স্রোতে শরীর ভেজাই না। তার শান্ত শব্দে ভেজে আমার মন। অনেকক্ষণ তাকে দেখলে, শুনলে তার ভাষা অনুমান করা যায়। বালুরঘাটে তার বুকে সূর্য নেমে আসত তাঁর সমস্ত তেজ বিলিয়ে দিয়ে। প্যারিস শহরের আর্তনাদ থাকতো তার বেঁধে দেওয়া ডাঙায়। কেমব্রিজে সে ক্লান্ত, বিজ্ঞানের ৮০০ বছরের অদম্য উচ্ছ্বাসে। লাক্সেমবার্গ দেশে সে শক্তি সঞ্চয়কারী এক শান্ত যুবক, যার ভবিষ্যৎ নিশ্চিৎ দুর্ভেদ্য পাহাড়ের মাঝে - নবমিলনের পথে।
ভুটানে আমি তাকে আনন্দে খিলখিলিয়ে হাসতে দেখেছি। আবার শহরের কোনায় গুমরে, অবহেলায় বইতেও দেখেছি। আহ্লাদ - অবহেলার মিশ্রণে আমি তার নিশ্চুপ প্রবাহও অনুভব করেছি। 

আমি নদীকে প্রশ্ন করেছি, সে কেন সমুদ্রের পথে নিজেকে আটকিয়ে নেয় না। কেন মিষ্টত্ব বলিদান দিয়ে নোনা আবহাওয়ায় নিজেকে খুইয়ে ফেলে? নদী উত্তর দেয়নি। সে বয়ে গেছে। আমি সমুদ্রকে প্রশ্ন করেছি, কেন সে নদীকে এত টেনেও মিষ্টি থাকতে পারলো না, কেন নদীর অস্তিত্ব সে অবশিষ্ট রাখলো না? সমুদ্র কিন্তু উত্তর দিয়েছে।

আমি অস্তিত্ব রাখিনি? কার? আমি কি নিজেই তার অস্তিত্ব নই? আর আমার নোনাভাব? নদীই তো বয়ে নিয়ে এসেছে আমার মধ্যে, পৃথিবীর যত স্বাদ। আমি গ্রহণ করেছি। আমার কন্ঠ নীল। আমিই কালের নিয়মে মন্থিত হই, তোমার অমৃত মেঘ হয়ে আকাশে যায় ঈশ্বরের ঘরে; আর যাকে বিষ বলো, সেই নুন থেকে যায় আমার বুকের গভীরে। বিষ? আমার বুকেই প্রাণের সৃষ্টি, আর তোমরা বলো বিষ! যে নদীর মিষ্টত্ব রক্ষা করতে তোমার এত ভাবনা, সে মায়াবিনী। অস্থির, প্রবাহমান জীবন। সে আমার কাছে আসে স্থিরতার আশায়। 
অথচ, অস্থির আমিও। অস্থির সবাই। এই মহাবিশ্ব জীবিত। আমরা পাত্রমাত্র তার লীলা খেলায়।

Saturday, April 20, 2024

সূর (Sure)

পাহাড়ের কোল বেয়ে সূর বয়ে চলে
তার শিরা-উপশিরায় স্বচ্ছ ইতিহাস
বর্তমানের প্রতিচ্ছবি চেনায় আমায়
আগামীর স্তব্ধতায় নিজের ছন্দে দুলে,
আপন খেয়ালে; সে থেকেও নেই।

আমরা যেমন। 
আছি, কেন, তার কোনো উত্তর হয় না।
থাকা - না থাকার মূলে 
শান্তি - অশান্তির কূল - কূল খেলা;
আমরাও সূরের ওপর বয়ে চলেছি
অবশেষে বুঝতে,
শেষ বলে কিছু ছিল না কোনোদিন।

Wednesday, April 17, 2024

জীবনযান

 যদি ধূমকেতু চড়ে উড়ে যেতে পারতাম

কোথায় যেতাম বলো তো?

অন্ধকারে আমাকে দেখতেও পেতে না

শুধু স্পর্শ করতে পারতে।

ধূমকেতু থাকতো ধূমকেতুর মত

আর আমি আর তুমি আমাদেরই মত।

তাহলে আর ধূমকেতু চড়ে লাভ কি হতো?

যেমন আছি, তেমনই থাকতাম দুজন মিলে।

বেশ মিষ্টি মিষ্টি ব্যাপার। বড়ই অদ্ভুত।

Sunday, April 14, 2024

সময়

 সময়, তোমায় পেয়েছে কে?

তুমি তো মুক্তির প্রতীক।

তাহলে জগৎ-কে বেঁধে রেখেছ যে?

তোমার অবয়ব কেমন, জানতে ইচ্ছে করে

তুমি আর আমি কি ভাবে মিশে আছি -

একে অপরের শিরায় শরীরে ।

আমাদের ছন্দ কি? 

আমাদের সঙ্গীত কে ছুঁয়েছে, বলতে পারো?

কি ভাবে বলবে? 

নিদারুণ ছুটে চলার দরুন

তোমার থেকে বেশি সময়ের অভাব আর কার আছে?

Sunday, March 24, 2024

বসন্ত-বাণ

ময়দানে মুখোমুখি; 
রুদ্ধ দ্বারে রক্তিম অভিমান।
স্মিতহাসি পার্থ,
নখের কোনে বসন্ত-বাণ।
ছুটে যায় প্রেম
ধুয়ে দেয় রঙ
মেঘের আড়াল ভেঙে
পূর্ণিমা-স্নান। 

Sunday, March 10, 2024

Colourblind Lovers

I looked out through my window. Again.

The sky, if there was such a thing at all,

Was dark, but with dusts of hope sprinkled all over.

Some had a blue tinge, some suffered from red

Some appeared white or yellow, but nothing great.

 

Then I strained my eyes. 

For the first time.

And there was in my sky,

A solitary green apparition of light.


I walked out, leaving the walls behind

In a landscape of snow, 

Towards darkness, alright.

For I had always known

I was destined to walk, hand-in-hand

With a murderous night.


And where did we go?

Into the darkness of eternal motion

Searching together

For that green, out-of-sense reality.

For it challenged us, 

And brought us down to our knees.

But we had gone too far,

And there was no sand beneath our feet.

Any more.


On this ocean of madness we float

Still hand-in-hand, like lost lovers.

We swim on ancient waves 

And sing to each other.


Disturbances we create in our wake, leave us

For better or for worse, but never to return.

 

Me, and my night, 

Entwined in a murder of lights,

Calmly smile 

At fluctuations. Of time.

Wednesday, February 14, 2024

Halves of the Whole

I wonder about the strands, the building blocks
The foundations of my being,
And how those never belonged to me.
For whatever I might be made of,
Must live and breathe in you, 
And I wonder how incomplete
Else the world would be.

Sunday, January 28, 2024

আলো

 সন্ধ্যে নামছে রমা, দুয়ারে আলো দাও।

জ্যোৎস্না ওঠেনি এখনও! থাক, আলো দাও,

প্রেম হোঁচট খাবে নাহলে।

আমাদের ছোটবেলা মনে আছে তোমার?

বিকেলে সেই এক সাথে অঙ্ক পড়তে যেতাম

সবার আগে অঙ্ক মেলানোর অভ্যেস ছিল আমার

আর তুমি না জানি, কত জনের অঙ্ক মিলতে দিলে না।

- আহ! কি হচ্ছে এসব? মেয়ে শুনে ফেলবে তো!

ওই দেখো, আড়মোড়া ভাঙছে, উঠলো বলে।

- ওদিকে আরেক জনকে দেখা যাচ্ছে যে

আলো জ্বালি, ছেলের হাসি মুখটা দেখি মন ভরে, এসো।

Sunday, January 14, 2024

আমি বাঁচতে চাই

"দাদা, আমি বাঁচতে চাই"

লাথি, ঝাঁটা, ধুলো খেয়ে 

এখনও, এই সমাজে 

আমি বাঁচতে চাই। 

বেকারত্বের মহামারী,

চাকুরীজীবির ঔদাসীন্য 

নিঃস্বাসে মেখেই আমি বাঁচতে চাই। 

আমি বাঁচতে চাই 

ইতিহাসের সমস্ত ট্র্যাজিক চরিত্রদের মতোই 

কিন্তু মৃত্যুতে না; তোমাদের মতো -

যেভাবে তোমরা বেঁচে আছো। 

সব কিছু মেনে নিয়ে, সহ্যশক্তির জোরে 

কিছুটা হতাশায়, কিছুটা প্রেমে 

তাও তো বেঁচে আছো তোমরা। 


বলো,নিজেকে সৌভাগ্যের অধিকারী মনে হয় না?

তোমার মূল্য আজও কিছু কাগজে লেখা। 

যেমন গাছ, পশু, প্রকৃতি - সবাই নিঃস্বাস নিচ্ছে 

যে নিঃস্বাসের মূল্য ঠিক করে দিচ্ছে সমাজ -

আমি সেই সমাজে আরও কঠিন ভাবে বাঁচতে চাই। 

এই সমাজে স্তম্ভ আছে - নদীর বুকেই হোক, বা কবির 

সেই সব শিরদাঁড়ার গায়ে লতা হয়ে যেমন তোমরা বাঁচো 

আগাছাও তো প্রাণ; তোমার মতোই প্রাণ। 

প্রাণ যখন পেয়েছি বাঁচতে আমি চাই। 

বুক পুড়িয়ে যে উনুন জ্বলছে - সে আমার চেতনাই ।।

Friday, January 12, 2024

Worlds

Within a world of gibberish,
I had spotted a window.
Although barring any exit,
It allowed fresh air to circulate,
And if necessary, caused turbulence.

For sometimes,
Streamlines need a kick in the backside
To flow easily, out into the other world.

A transparent world with dots of opacity.

Saturday, January 6, 2024

A train to catch.

 I had a train to catch

In the woods, surrounded by fireflies

I had a train to catch

Alone, in a to-be-forgotten station

But not without a carry-on

I had a destination waiting for me.


And there I was

With all my senses, fading

Into the shades of the night

And if not for the fireflies,

I decided to let myself trust

I still had a train to catch.


উত্তরণ

সভ্যতার রংপুতুল
আকাশ জুড়ে আঁকা;
প্রেম প্রেম গন্ধে
সভ্য শরীর ঢাকা।
আন্দোলনের অন্ধ দোলায়
বর্তমানের রেখা;
জাত নেই যার মনে
তাকে জাতে উঠিয়ে দেখা।

প্রাণ ভ্রমরের আগুনখেলা
অষ্টাদশী প্রদীপ জ্বালা
দশ পুড়ছে দেশের নামে
রং-বেরঙের নাগরদোলা।
 

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...