Thursday, August 22, 2024

ভাদ্রকণা

সমানে নেমে আসে বর্ষা, আমার কল-পার জুড়ে

ঈর্ষা হয় আমার, কেন বালতি ভরে স্নান করবো আমি?

কেন বুক মেলে দাঁড়াবো না তোমার ঝাপটার স্রোতে,

কেন মেশাবো না তোমার শীতল ফোটায় শরীর, মন?

আরো নামুক মেঘ, গ'লে গ'লে স্বাধীনতার বার্তা নিয়ে

শূন্য থেকে ঝরে পড়ুক, আমার শূন্যতা মেটাতে।

শুধু তুমি নেমে এসো, এই উর্বর ভূমিকণার ঝর্ণা হয়ে।।



No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...