যদি ধূমকেতু চড়ে উড়ে যেতে পারতাম
কোথায় যেতাম বলো তো?
অন্ধকারে আমাকে দেখতেও পেতে না
শুধু স্পর্শ করতে পারতে।
ধূমকেতু থাকতো ধূমকেতুর মত
আর আমি আর তুমি আমাদেরই মত।
তাহলে আর ধূমকেতু চড়ে লাভ কি হতো?
যেমন আছি, তেমনই থাকতাম দুজন মিলে।
বেশ মিষ্টি মিষ্টি ব্যাপার। বড়ই অদ্ভুত।
No comments:
Post a Comment