Wednesday, April 17, 2024

জীবনযান

 যদি ধূমকেতু চড়ে উড়ে যেতে পারতাম

কোথায় যেতাম বলো তো?

অন্ধকারে আমাকে দেখতেও পেতে না

শুধু স্পর্শ করতে পারতে।

ধূমকেতু থাকতো ধূমকেতুর মত

আর আমি আর তুমি আমাদেরই মত।

তাহলে আর ধূমকেতু চড়ে লাভ কি হতো?

যেমন আছি, তেমনই থাকতাম দুজন মিলে।

বেশ মিষ্টি মিষ্টি ব্যাপার। বড়ই অদ্ভুত।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...