Saturday, January 6, 2024

উত্তরণ

সভ্যতার রংপুতুল
আকাশ জুড়ে আঁকা;
প্রেম প্রেম গন্ধে
সভ্য শরীর ঢাকা।
আন্দোলনের অন্ধ দোলায়
বর্তমানের রেখা;
জাত নেই যার মনে
তাকে জাতে উঠিয়ে দেখা।

প্রাণ ভ্রমরের আগুনখেলা
অষ্টাদশী প্রদীপ জ্বালা
দশ পুড়ছে দেশের নামে
রং-বেরঙের নাগরদোলা।
 

No comments:

Post a Comment

Exodus

What is life but a series of exodi - A child's birth from a safe, nurturing womb A boy learning to walk by himself A young man yearning ...