সময়, তোমায় পেয়েছে কে?
তুমি তো মুক্তির প্রতীক।
তাহলে জগৎ-কে বেঁধে রেখেছ যে?
তোমার অবয়ব কেমন, জানতে ইচ্ছে করে
তুমি আর আমি কি ভাবে মিশে আছি -
একে অপরের শিরায় শরীরে ।
আমাদের ছন্দ কি?
আমাদের সঙ্গীত কে ছুঁয়েছে, বলতে পারো?
কি ভাবে বলবে?
নিদারুণ ছুটে চলার দরুন
তোমার থেকে বেশি সময়ের অভাব আর কার আছে?
No comments:
Post a Comment