Sunday, January 14, 2024

আমি বাঁচতে চাই

"দাদা, আমি বাঁচতে চাই"

লাথি, ঝাঁটা, ধুলো খেয়ে 

এখনও, এই সমাজে 

আমি বাঁচতে চাই। 

বেকারত্বের মহামারী,

চাকুরীজীবির ঔদাসীন্য 

নিঃস্বাসে মেখেই আমি বাঁচতে চাই। 

আমি বাঁচতে চাই 

ইতিহাসের সমস্ত ট্র্যাজিক চরিত্রদের মতোই 

কিন্তু মৃত্যুতে না; তোমাদের মতো -

যেভাবে তোমরা বেঁচে আছো। 

সব কিছু মেনে নিয়ে, সহ্যশক্তির জোরে 

কিছুটা হতাশায়, কিছুটা প্রেমে 

তাও তো বেঁচে আছো তোমরা। 


বলো,নিজেকে সৌভাগ্যের অধিকারী মনে হয় না?

তোমার মূল্য আজও কিছু কাগজে লেখা। 

যেমন গাছ, পশু, প্রকৃতি - সবাই নিঃস্বাস নিচ্ছে 

যে নিঃস্বাসের মূল্য ঠিক করে দিচ্ছে সমাজ -

আমি সেই সমাজে আরও কঠিন ভাবে বাঁচতে চাই। 

এই সমাজে স্তম্ভ আছে - নদীর বুকেই হোক, বা কবির 

সেই সব শিরদাঁড়ার গায়ে লতা হয়ে যেমন তোমরা বাঁচো 

আগাছাও তো প্রাণ; তোমার মতোই প্রাণ। 

প্রাণ যখন পেয়েছি বাঁচতে আমি চাই। 

বুক পুড়িয়ে যে উনুন জ্বলছে - সে আমার চেতনাই ।।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...