সময়ের যে ক্ষণগুলো আমার জন্য বরাদ্দ
একটু একটু করে চুঁয়ে পড়ছে মাটিতে
তাদের প্রতি আমার কিছুই করার নেই
ঘোড়া ছুটেছে, পেছনের অঙ্ক ভুলে।
আর পেছনে কি জমছে তার কথা কি বলবো?
অচেনা সভ্যতা, আনমনা রাস্তার গভীরতায়
কি কি ভাবে যে নিজেকে রেখে চলেছি -
যা যা থেকে গেলো তারাও না একা থেকে যায়।
কোনো গানের সুরে, কোনো নদীর তীরে
কোনো উজ্জ্বল মেঘের আবছা প্রতিবিম্বে
মন হেরে গিয়েও মেনে নিতে শিক্ষা দেয়;
ভারী হয়ে ওঠে বুক, কি জানি কিসের ভিড়ে।
চোখে বাঁধ লাগালো কে, তার খোঁজ নেই
জল আসে না বাইরে; ঝর্ণা হয়ে অন্তরের
সমস্ত ধুলো ধুয়ে দিতে শিখেছে বোধয়;
ঠোঁট ফুলে ওঠে, মুখে কথা আসে না
তাই চোখেই হাঁটু গেড়ে আমার ভালোবাসা
পৃথিবীকে সুন্দর দেখে স্নান করে নেয়।
No comments:
Post a Comment