এ দুনিয়ায় কেউ কারো নয়
যদি ভেবেছো তোমার কেউ, তবে ভুল।
এই পৃথিবী বড় অভাবী
যদি সাঁতরে পেরোতে চাও পাবে না কোনো কূল।
এক ইশারায় পথ থেমে যায়
আজও দেখি মহাকাশে তারারা সব চুপ
যত সহজই তুমি হতে চাও
দ্যাখো আমায় আমিই তো সহজের ধংসস্তূপ।
তাই ভালো থেকো
যে ভাবেই থাকতে চাও
পুড়িয়ে সময়ের খাতা
বলছি না আর, আমাকে নাও।
স্মৃতি মুছে যাবে
খবরে আসবে নতুন শিরোনাম
আমিও হাসি মুখে
মেনে নিচ্ছি এ জীবনের দাম।
জানি ভালোবাসা
যারা দিয়েছে আমায়
থেকেছি সাথে
মিশেছি যন্ত্রনায়;
আজ থাকি না বরং
নিজের মৃত্তিকায়
বৃষ্টি নামলে আবার
ভেঙে যাবো লহমায়।
এই দুনিয়ায় কেউ কারো নয়
যদি ভেবেছি তোমার আমি, তবে ভুল।
যদি ভেবেছো তোমার কেউ, তবে ভুল।
এই পৃথিবী বড় অভাবী
যদি সাঁতরে পেরোতে চাও পাবে না কোনো কূল।
এক ইশারায় পথ থেমে যায়
আজও দেখি মহাকাশে তারারা সব চুপ
যত সহজই তুমি হতে চাও
দ্যাখো আমায় আমিই তো সহজের ধংসস্তূপ।
তাই ভালো থেকো
যে ভাবেই থাকতে চাও
পুড়িয়ে সময়ের খাতা
বলছি না আর, আমাকে নাও।
স্মৃতি মুছে যাবে
খবরে আসবে নতুন শিরোনাম
আমিও হাসি মুখে
মেনে নিচ্ছি এ জীবনের দাম।
জানি ভালোবাসা
যারা দিয়েছে আমায়
থেকেছি সাথে
মিশেছি যন্ত্রনায়;
আজ থাকি না বরং
নিজের মৃত্তিকায়
বৃষ্টি নামলে আবার
ভেঙে যাবো লহমায়।
এই দুনিয়ায় কেউ কারো নয়
যদি ভেবেছি তোমার আমি, তবে ভুল।
No comments:
Post a Comment