Saturday, September 14, 2019

প্রভব ও প্রতিবিম্ব

সূর্য ও চন্দ্রের তফাৎ কি জানো?
চন্দ্রের দিকে চোখ তুলে তাকানো যায়
সে তো নিজেই ঝলসে আছে,
তাই সে আর কাউকে চোখ রাঙায় না;
তাই তোমার চোখ পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই।
সূর্যের তেজ আছে, এতো তেজ যে নিজেই জ্বলছে।

সহজেই সূর্যকে বিশ্বাস করা যায়, শুধুই আলোর প্রকাশ
চন্দ্র তো অত বুদ্ধিমানও নয়, অন্ধকার লুকোতেও জানে না।
উপাসনায় অন্ধ জগৎবাসী আদৌ বুঝলো না
স্নিগ্ধতার উৎস অন্ধকার ভিন্ন অন্য কিছু না।

মুহূর্ত এক এক করে সবাইকে কেড়ে নেবে নিজের কোলে
চন্দ্র , সূর্য, ধরণী; কোন বিন্দুতে কে মেলাবে কে হিসেব রাখবে?

শুধু তমসার ব্যাকুলতায় অসংখ্য ঋক্ষ
মহাবিশ্বের শূন্য বুকে সেদিনও কাঁপতে থাকবে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...