Monday, September 23, 2019

অঙ্ক অঙ্ক খেলা

অঙ্ক কষছে পাশের ঘরে কেউ
নতুন কোনো রহস্য সন্ধানে
নতুন কোনো প্রেমের আঘাত নিয়ে
নতুন কোনো ভবিষ্যতের টানে।

একটা টেবিল গুছিয়ে নিয়েছে কেউ
পড়ে আছে কিছু আবর্জনার পাতা
কাঁপতে থাকা বোতল বন্দি জল
আর অঙ্ক মাখা যাযাবর কিছু খাতা।

পাশাপাশি দুই ঘর, অঙ্ক অঙ্ক খেলা
হবে না কত খেলারই সমাধান
শুধু বদলে যাবে ছোঁয়া, মুছতে শিখবে হাত
গড় নিলেই তো আর সবাই হয় না সমান।


Friday, September 20, 2019

অনন্ত

আলো কি আসলে?
মানুষের দৃষ্টির সীমা মাত্র;
যা মানুষ দেখে না, তাই তার কাছে আঁধার।
এই মহাবিশ্ব এসেছে আঁধার থেকে
হঠাৎ নিজেরই অঙ্গ প্রত্যঙ্গে একদিন
আলোর গঙ্গাজল ছিটিয়ে;
কেন এত আলোর প্রতি তবু মানুষের আশাহীনতা?

মহাবিশ্বের জন্মলগ্ন তোমারও জীবনের শুরু
কিন্তু সেই লগ্ন তুমি চিনলে কি করে?
তুমি বলার কে, সময়ের ইতিহাস?

তোমার জম্মের লক্ষজনম আগে 
যেমন তোমার জন্ম শুরু হয়েছে
এই মহাবিশ্বেরও ইতিহাস কি তাই নয়?
ভেবে দ্যাখো তো, ইতিহাসের জন্ম কোথায়!

বেশী ভাবলে দেখবে সব গুলিয়ে যায়।
যা জানো, যা জানো না, 
একে অপরের ঘর বদলায়।
তখন হাতের কাছে থাকে একটি কলম,
ঠোঁটের কাছে মহাজগতের অন্ধকারের ছায়া
আর মস্তিষ্কে ভিড় করে অশরীরী উন্মাদ হাওয়া।
কিছুই মেলে না, 
যেন কিছুই মেলার ছিল না।

কোন পদার্থবিজ্ঞানের তুমি পিছু নিয়েছ ?
উত্তর তো সব কিছুর আছে, অথচ
সেই উত্তরই যেন বলছে, কিছুই নেই;
যা আছে তাও নেই; 
তোমার সাধের ধন; ভাবো!
সময় সমস্ত অধিকার করেও অবিকার থেকে যাবে।

পুনশ্চ : কখনো ভেবে দেখেছো, আলো ফুটে ওঠা মানে সময় নতুন কোনো অন্ধকারকে গ্রাস করা মাত্র? এই ভক্ষণের কি আদি, কি অন্ত?
অনন্ত।

Saturday, September 14, 2019

প্রভব ও প্রতিবিম্ব

সূর্য ও চন্দ্রের তফাৎ কি জানো?
চন্দ্রের দিকে চোখ তুলে তাকানো যায়
সে তো নিজেই ঝলসে আছে,
তাই সে আর কাউকে চোখ রাঙায় না;
তাই তোমার চোখ পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই।
সূর্যের তেজ আছে, এতো তেজ যে নিজেই জ্বলছে।

সহজেই সূর্যকে বিশ্বাস করা যায়, শুধুই আলোর প্রকাশ
চন্দ্র তো অত বুদ্ধিমানও নয়, অন্ধকার লুকোতেও জানে না।
উপাসনায় অন্ধ জগৎবাসী আদৌ বুঝলো না
স্নিগ্ধতার উৎস অন্ধকার ভিন্ন অন্য কিছু না।

মুহূর্ত এক এক করে সবাইকে কেড়ে নেবে নিজের কোলে
চন্দ্র , সূর্য, ধরণী; কোন বিন্দুতে কে মেলাবে কে হিসেব রাখবে?

শুধু তমসার ব্যাকুলতায় অসংখ্য ঋক্ষ
মহাবিশ্বের শূন্য বুকে সেদিনও কাঁপতে থাকবে।

Saddleman

I wish I had a horse today
And a small patch of this world
To myself; green fields and a breeze
And a Jim Croce song to sing.
Nothing to hang back on,
And not a single soul to turn to
I wish my horse would take me
To a nowhere that I've always dreamt of :
A blue and white stream for company,
With just enough light winged swans
To a land east of these sunsets
To a journey that never ends.

Wednesday, September 11, 2019

Existential question

I often ask myself a simple question
Where do humans get their rights from?
And in the name of human rights
How the universe has been redefined!
Everything is theirs to take;
Even the heavens for heaven's sake.
Imagination fuelled by deep rooted greed
I wonder what's Godly underneath!
Did the universe need to tickle itself?
Tell me why else would we exist?

Monday, September 9, 2019

A toast to the evergreen

Let's see; so I'm supposedly in love
And I'm full of fear, you know, the usual
But somehow something doesn't add up
There's a moon in the sky
A black moon in a blue sky, angels in denial.

And now that you're craving for your freedom
Here's a toast to the evergreen Mrs. Robinson!
All I have left in the fridge is a half-eaten chocolate
And a carton of milk; and a bit of myself left to waste.

You see, the halls have started crumbling down
The pillars are finally giving away to sanity
Entropy, my friend, is a strange beast
It might wait, but will cut you down eventually.

The door to the left opens on the highway
Before you leave, play me a song if you may
You know, we are all Devils, playing by time
Now that your turn is up, we aren't worth a dime.

Usually after dark, some lights wake up -
Age old Oedipus murdering his creator
And if you're still wondering what this means,
Here's a toast to the evergreen Mrs. Robinson!

Saturday, September 7, 2019

Soft Watch


সময়ের যে ক্ষণগুলো আমার জন্য বরাদ্দ
একটু একটু করে চুঁয়ে পড়ছে মাটিতে
তাদের প্রতি আমার কিছুই করার নেই
ঘোড়া ছুটেছে, পেছনের অঙ্ক ভুলে।

আর পেছনে কি জমছে তার কথা কি বলবো?
অচেনা সভ্যতা, আনমনা রাস্তার গভীরতায়
কি কি ভাবে যে নিজেকে রেখে চলেছি -
যা যা থেকে গেলো তারাও না একা থেকে যায়।

কোনো গানের সুরে, কোনো নদীর তীরে
কোনো উজ্জ্বল মেঘের আবছা প্রতিবিম্বে
মন হেরে গিয়েও মেনে নিতে শিক্ষা দেয়;
ভারী হয়ে ওঠে বুক, কি জানি কিসের ভিড়ে।

চোখে বাঁধ লাগালো কে, তার খোঁজ নেই
জল আসে না বাইরে; ঝর্ণা হয়ে অন্তরের
সমস্ত ধুলো ধুয়ে দিতে শিখেছে বোধয়;
ঠোঁট ফুলে ওঠে, মুখে কথা আসে না
তাই চোখেই হাঁটু গেড়ে আমার ভালোবাসা
পৃথিবীকে সুন্দর দেখে স্নান করে নেয়।

Friday, September 6, 2019

তবে ভুল

এ দুনিয়ায় কেউ কারো নয়
যদি ভেবেছো তোমার কেউ, তবে ভুল।
এই পৃথিবী বড় অভাবী
যদি সাঁতরে পেরোতে চাও পাবে না কোনো কূল।
এক ইশারায় পথ থেমে যায়
আজও দেখি মহাকাশে তারারা সব চুপ
যত সহজই তুমি হতে চাও
দ্যাখো আমায় আমিই তো সহজের ধংসস্তূপ।

তাই ভালো থেকো
যে ভাবেই থাকতে চাও
পুড়িয়ে সময়ের খাতা
বলছি না আর, আমাকে নাও।
স্মৃতি মুছে যাবে
খবরে আসবে নতুন শিরোনাম
আমিও হাসি মুখে
মেনে নিচ্ছি এ জীবনের দাম।

জানি ভালোবাসা
যারা দিয়েছে আমায়
থেকেছি সাথে
মিশেছি যন্ত্রনায়;
আজ থাকি না বরং
নিজের মৃত্তিকায়
বৃষ্টি নামলে আবার
ভেঙে যাবো লহমায়।

এই দুনিয়ায় কেউ কারো নয়
যদি ভেবেছি তোমার আমি, তবে ভুল।

Thursday, September 5, 2019

তোমার কাছে থাক

এ শহর তোমারই ; তোমারই থাক
থাক যা যা থেকে গেলো, থেকে যাক
শুধু তোমার কাছে থাক।
আমার চাওয়ার মন্ত্র কখনোই জানা ছিল না,
তাই জানাতেও পারিনা; এভাবেই থাক
শুধু তোমার কাছে থাক
যেমন আমার কাছে থেকে গেছে তোমার সব কিছু
ভয়ের সীমানা যেখানে এখনো পৌঁছায়নি, সেখানে থাক।
আর থাকলো আমার সাহসের কথা,
আছে, আমার সাথে, অক্ষরের ঝাঁক।

Tuesday, September 3, 2019

এভাবেও ফিরে আসা যায়।

এখন পুরোনো কথা ভাবলে নিজেকে বুড়ো মনে হওয়ার একটা আশঙ্কা থাকে। বেশি পুরোনো দিন না, এই বছর ১০ ধরা যায়। থাকতাম মধ্য কলকাতার একটি চার-তলা বাড়িতে। সেই ঘরে বসে বসেই প্রেমে পড়তাম। এরম প্রেমিকদের সাধারণত প্রেমিকা থাকে না। আমার আবার সেই দুর্ভাগ্য হয়নি। তার থেকে অনেক বড় দুর্ভাগ্য হয়েছে কি না, তাও ঠিক বলতে পারবো না।  সেসব নিয়ে এখন তোমার সময় নষ্ট করছি না। মজার কথাই আলোচনা করা যাক।
যা বলছিলাম, সেই চার-তলা বাড়ির ঘরটা নেহাত ছোট ছিল না। হয়তো সেই জন্য মনটাও অবাধ স্বাধীনতা পেয়েছিলো। ঘরে একটা রেডিও ছিল সেই সময়। সেখানেই অঞ্জন দত্ত, রূপম ইসলামের সাথে আলাপ। বাপরে ! তখন  রূপম সত্যিই "অন দ্য রক্স "। তখন আমি পড়ি কলকাতার এক বিখ্যাত কলেজে (না না, অতটাও বিখ্যাত নয়, বরং নাক উঁচু)। পড়াশোনার চাপ ভালোই ছিল হয়তো, কিন্তু আমি কি করে এতো ফাঁকি দিতাম এখনো ঠিক বুঝতে পারিনা। আসলে মাথাটা চিরকালই ভাবনার চাপে জর্জরিত ! পরীক্ষা এলেই পড়তাম বটে, কিন্তু মগজ বেচারা কখনোই শান্তি পেলো না আমার কাছ থেকে।
বুঝতেই পারছো, না পড়েও যদি ভাবনা থাকে, সে ভাবনা কিসের হতে পারে। আসলে আমি যেমন দুমদাম প্রেমে পড়তে সক্ষম ছিলাম, আমার মতো না হলে তুমি ঠিক বুঝবে না বোধয়। একদিকে রবীন্দ্রনাথের কাতুকুতুর জন্য প্রেম ঘন হচ্ছে প্রেমিকার সাথে, অন্য দিকে কেউ হাতে হাত রাখছে, তো কেউ বুকে। এমন সময় যদি চন্দ্রবিন্দু জীবনে ঢোকে, সে জীবনে "ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা" হওয়াটা খুবই স্বাভাবিক।
এখানে আমার প্রেম কাহিনী খুঁজলে তা পাবে না। আমায় নিয়ে অনেক রসদ বাজারে ঘুরে বেড়ায়, অত মুখরোচক চানাচুর আমি তৈরী করতে পারবো না। এখানে চন্দ্রবিন্দু পাবে। আমার মন-এর আয়নায় লেগে থাকা কিছু টিপ্-এর
আবছা ছবি আছে এই অ্যালবামে।
তখন মীর আর দীপের গলা আমি আলাদা করে চিনতে পারতাম না। একদিন সন্ধ্যে বেলা দীপ জানালো, পরের গানটা আর্জির তালিকার টপার : " উঠে যাওয়া সিঁড়ি "
আজ বছর ১০ পরে সুদূর প্যারিস-এ বসে এই মধ্যরাতে কলকাতার সেই ঘরে অবলীলায় ফিরে গেছি। রেডিওটা  থাকতো একটা ছোট্ট টুলের ওপর, কাঠের টুল; কোন কাঠ আমি জানিনা। গোল মাথা, প্যাঁচানো শরীর। আর তার ওপর থেকে ভেসে আসছে, "আমার আগুন ভয় ভীষণ, ন্যালাখ্যাপা এই জীবন। "
আজ জীবনকে প্রশ্ন করি না, কারণ "এ তো আখছার ঘটে, সাদা কালো লং শটে; খালি পায়ে কেউ বাড়ি ফেরে বৃষ্টিতে ভিজে। "
চাওয়া পাওয়ার ১০ বছর চলে গেল। উফ! দেখেছো তো! এই জন্যই আজকাল পুরোনো দিন নিয়ে ভাবতে চাই না। বুড়ো হয়ে গেছি, রোজ প্রেমে পড়ি না, চুলও জীবনের মতো দিন দিন সাদা হয়ে চলেছে। চন্দ্রের বিন্দু বয়সের সাথে বড় হয়ে উঠছে।
আর "আমার মধ্যবিত্ত ভীরু প্রেম" ? থাক, এখন ল্যাপটপে অন্য কিছু বাজছে।

সত্যি, "এভাবেও ফিরে আসা যায়। "

Brownian motion

Let me tell you a story, of a particle;
A simple particle; passive in its lifestyle,
Identical in every way to its neighbors,
Individuality snatched by a lifetime of collisions.

One fine day mankind developed an interest
Something must be wrong from the onset
Poor guy, has such a dilute existence!
Let's label its life with a mean free length.

And then they thought they understood its nature
Simple enough; only a white noise would matter
A mere particle in a grand sophisticated universe
Yet these random dots usually make things better.

Sunday, September 1, 2019

Nowhere

The breeze was a bit playful,
You know, like a happy child
Lapping only for her attention
And there was her mock annoyance,
Reflecting from the brisk strides,
Blending into the surrounding wind;
The story, though goes nowhere from here
For the strands winked, but a bit too far 
And hence, in this merry-go-round affair
Let's allow his heart to beat a little faster.


বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...