Thursday, February 14, 2019

উত্তর মেরু

সেই তোমার ছিল চন্দ্রবিন্দু, আর আমার কাতলা রুই
নদীর বুকে চর ফুটছে, কিন্তু বরফ ফুরোলো কই ?
এ বরফ সে বরফ নয়, যাতে আজকাল জাহাজ চলে,
উত্তর মেরুর সাধের সংসার ভাসছে অথৈ জলে ;
বরং, এ বরফ দিন দিন জমছে তোমার আমার মনে
মুখচোরা মোম, উষ্ণতা দেওয়ার সুযোগ খোঁজে।
কিছু বরফ না গল্লে, সব বরফই যাবে গলে,
সেদিনও অবাক হবে অপু, নতুন কোনো মুসিয়ামে।

p.s. Interesting mini documentary - Borders : North Pole by Vox; Youtube.

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...