Saturday, February 9, 2019

তবু প্রেম আছে।

কিছুই তো নেই, তবু প্রেম আছে।
খাদ্য নেই, অর্থ নেই, শান্তি নেই
অগুন্তি আধুনিক বলদ, স্বীকারোক্তি নেই;
ক্লান্তি নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন, 
অন্যত্র নয়, এদেরই চোখে, ঠোঁটে, কপালে।
কিছুই তো নেই, তবু প্রেম আছে।

সৌরভ নেই, আছে জঞ্জাল, আছে অসুখ
ভাগ্যের পানে চেয়ে আছে সারি সারি মুখ;
সে মুখে ঈশ্বর আছেন, শিক্ষা আছে, প্রশ্ন নেই
নেই ইতিহাসের বর্ণনা, না আছে আগামীর কল্পনা
কিছুই নেই কোথাও, তবু প্রেম আছে।

ধর্ম নেই, অস্ত্র নেই, অন্তর্দ্বন্দ্ব নেই
আছে বন্দুক, শক্তি; ব্যবসা নেই
নেই বিশ্বজয়ের আকাঙ্খা, নেই বিশ্বাস
নেই মান, নেই মর্যাদা, আর আত্মপ্রকাশ!
সবই কি লুটে গেছে সময়ের যাঁতাকলে?
কিছুই অবশিষ্ট না থাকতে পারে, তবু প্রেম আছে।

এই আমার দেশ, নিঃস্বের কারখানা
হতে পারে চাহিদার সমুদ্রে ধ্রুবতারা নেই
মেঘলা ভবিষ্যৎ, টলোমলো আজ
এই তো আমি, কিছুই নেই। শুধু প্রেম আছে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...