অনেক তো হল,
এবার যাও একটু লুডো খেলো।
একের পিঠে দুই উঠবে, তিনের নিচে পাঁচ
ছক্কা ছক্কা বলে বলে ধেই ধেই করে নাচ।
নীলের ঘরে সবুজ লুকোয়
হলুদের গুটি লাল,
কোনাকুনি জুটি দু-এ দু-এ চলে,
ভাবো কোথায় গেল চার ?
এবার যাও একটু লুডো খেলো।
একের পিঠে দুই উঠবে, তিনের নিচে পাঁচ
ছক্কা ছক্কা বলে বলে ধেই ধেই করে নাচ।
নীলের ঘরে সবুজ লুকোয়
হলুদের গুটি লাল,
কোনাকুনি জুটি দু-এ দু-এ চলে,
ভাবো কোথায় গেল চার ?
No comments:
Post a Comment