Thursday, February 21, 2019

লুডো

অনেক তো হল,
এবার যাও একটু লুডো খেলো।
একের পিঠে দুই উঠবে, তিনের নিচে পাঁচ
ছক্কা ছক্কা বলে বলে ধেই ধেই করে নাচ।
নীলের ঘরে সবুজ লুকোয়
হলুদের গুটি লাল,
কোনাকুনি জুটি দু-এ দু-এ চলে,
ভাবো কোথায় গেল চার ?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...