Wednesday, February 13, 2019

ভালোবাসার দিন

আজ হয়তো ভালোবাসার দিন,
আমি আছি, as usual, আমার সাথে
যখন এই দিন ছিল না,
যখন তোরাও কেউ ছিলি না
এখনো ঠিক আমি আছি, কিন্তু আছি।
আমার সাথে আজ সে আছে, যার স্বার্থ আমি
আমার সাথে আজ যে আছে সে বড়ই দামী।
ছন্দ মিলে গেল, আহা! ভুল করে;
মেলার তো কথা ছিল না, থাক ভেঙে দি।
আজ হয়তো ভালোবাসার দিন।

আজ সবাই সবাইকে ভালোবাসছে?
যে প্রেমিকার সাথে ছন্দ মেলেনি, প্রেমিক তাকে ভালোবাসছে তো?
যে প্রেমিক শুধু ভালোবেসেই গেল, প্রেমিকা ভাবছে তার কথা?
প্রেমের হাত তো কবে পুড়ে গোলাপি হয়ে গেছে,
কেউ কেউ এখনও প্রশ্ন করে, গোলাপের আসল রঙ কি?
সেই কিছু মানুষ যারা সব রঙে রেঙেছে, যারা গোলাপেও মধু পেয়েছে,
আজ তাদেরও ভালোবাসার দিন?

আর তাদের? যারা সমাজচ্যুত , বন্ধ গৃহে আঁধারের রক্ষী
যাদের মুছে গেছে সময়, অসম বসন্তের যারা ঋণ
তুমি তাদের নিয়ে ভাবছো তো? তারাও ভালোবেসেছিলো , হয়তো ;
আজ হয়তো ভালোবাসার দিন।

আজ হয়তো সত্যিই ভালোবাসার দিন
সেই দুজন, যারা একে অপরকে বলছে,
ছেলেটা আজ ভালো আছে তো?
আমি আর কি বুঝি ভালোবাসার!
আমার প্রেমে শুধুই চোখের জল; আছে, থাকবে
তোমার জন্য; তোমার দুঃখে, তোমারই আনন্দে।
হ্যাঁ, আজ আমার ভালোবাসার দিন
একটা দিন, না হয় সবাই সবাইকে ভালোবাসি।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...