Saturday, February 9, 2019

প্রয়োজন

বললে তো কত কথাই বলা যায়,
কিন্তু প্রয়োজন আছে কি?
এদিক, ওদিক দুদিক-বেদিক,
বোঝানোর তো প্রয়োজন নেই; তুমি জানো।
যেমন ঠিক কে ঠিক, ভুল কে ভুল সবাই জানে,
মানতে চায় না জোয়ান বয়সে,
আসলে কিছু সৃষ্টি না করলে ভাঙার নেশা ভাঙে না।
ওই যে, যারা বিখ্যাত হয়েছে ভালোবাসার শ্রাদ্ধে হাত ধুয়ে,
আমি যে তাদের মতো নই, তা তুমিও জানো, নতুন নয়।
শীতে পাতা তো ঝরবেই, নিয়মের কান্ডারি সে
কিছু শীত বেশীদিন থাকলে ভয়ের কিছু নেই;
তার বৃক্ষ আলোয় বড় হয়েছে, সময়কে সে চেনে
একদিন আবার সবুজ আসবে, একদিন ঝরে পড়ার জন্যই।
তাই বোধয় শুরুর শেষ কোথায়, খোঁজার প্রয়োজন নেই।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...