Sunday, February 17, 2019

এটা কবিতা হল?

এটা একটা কবিতা হল?
তাল নেই, লয় নেই, সুর নেই;
শুধু সারি সারি জমে ওঠা কথা!
কোন ছন্দ নেই, অন্ত নেই, মিল নেই
এটা কবিতা, নাকি ব্যর্থ হালখাতা?

কে জানতে চেয়েছে এসব হিসেব?
ভেবেছো তোমার একারই শুধু অঙ্ক আছে,
বাকিরা জড়বস্তু, তুমি জয়নগরের মোয়া?
মুখে দিলেই সাধু সাধু বলে উঠবে সবাই?
বলি, তুমি কোন মঞ্জিরার সাধের কানাই?
লটকে থাকা ঘন্টার ঢং ঢঙিয়ে বেদনা।

তোমার আদৌ লজ্জা করে না?
এই তোমার লেখা, সৃষ্টিছাড়া!
মানুষ পড়বে, মানুষ নিজের সময় তোমায় দেবে?
সত্যি! তুমি সর্ষে বাটা, না কাঁচা লঙ্কা?
নাকি আদার খোঁজে কেবলই কাঁচকলা?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...