Friday, August 31, 2018

The Man

A man always has two faces -
One, which he exposes to the world,
The other for his survival.
He plays the same game, everyday
Sometimes he embraces the losses
Victories silently lead to his revival.

A man will never be without options
For choice-less reality is no reality at all;
His existential game is all about his choices,
And his lies, deceit and carnivorous streak
Roam around his immoral, flexible identity
Only to prove that a tortoise is seldom careless.

Oh what does a man know of this life!
Life is a tunable strategy in fools' paradise.

Thursday, August 30, 2018

বোমা

বুক ফুলিয়ে পেট দুলিয়ে এসছে খবর তাজারে
মানুষ খেকো হরবোলা এক বোম নেমেছে বাজারে;
সে বোমের নাকি মগজ ঠাসা বারুদভরা মেজাজে
ফাটলে বুঝি কুড়ি কিলোহার্টজ টপকে যাবে সহজে!
সংবাদে তার জয় নিশ্চিৎ, একলাই সে রাজারে
এক তালিতেই ভাগাবে সে সব শালাকে ভাগাড়ে।
পারলে রাজা মালার চূড়া তৈরী করে তার গলাতে
বোম বেচারা কুঁকড়ে থাকে নিজের ভেতর ভয়েতে।।

কি বললে?
কে ভয় পেলো? বোম?
ঠাট্টা করছো? কবিতার নামে রসিকতা?
লেখার নামে টাইমপাস-এর যত বেকার কায়দা!

কি আর বলি!
ছন্দ গেছি ভুলে, খিস্তি খেয়ে
তবে বোম ভয় পাবে না বলছো?
হতে পারে, আমি ঠিক জানিনা।
মনে হলো,
বোম নিজেকে খুবই ভালোবাসে ,
ঠিক যেন অপরূপা হিল্লোলিনী নারী
যে বারবার আয়নায় ফিরে চায়
আর মুগ্ধ হয়, নিজের রূপের শোভায় ;
কি অসীম তেজ লুকিয়ে আছে তার ভেতর
চাইলে যেকোনো কৃষক, শিক্ষক, রাজক
যেকোনো কাউকেই সে ছিন্নভিন্ন করতে পারে,
কিন্তু সেই নারীর তো সে চাহিদা নেই,
সে তো শুধু চায় সেবা, যে সেবার শেষ নেই
যে সেবা তার রূপ, তার তেজ, প্রতিপদে পূজ্যের আসনে বসায়
 সেই সেবারই সে প্রার্থী, পরিবর্তে নিজের সমস্ত শক্তি ভক্তের পায়ে লুটিয়ে দিতে চায়।
সে নারী লুন্ঠিত হতে চায় কি?
কোনো নরাধমের হাতে নিজের অর্জিত রূপকে ক্ষতবিক্ষত দেখতে চায় কি?

আমি জানিনা।

কিন্তু প্রশ্ন করি, তাহলে বোমাও বা কেন চাইবে?

বোমা কি শক্তির আরেক রূপ নয় মাত্র?
বোমার মধ্যে চাইলেই তো মা দেখতে পাওয়া যায়।

যায় না?
আমি জানিনা।

Saturday, August 25, 2018

History

Who does History serve?
Where do its broken feathers rest?
To know that History is here and now,
Who manages to pass this test?

To think of History as a blotting paper,
Pens surely are sharper than swords;
The deeper you go, the darker the ink gets
But
It's always a story of numbers and overlords.

History is both a lens and a dagger,
A machine of wealth, forever in swagger.
History is dried blood, looking for a partner
Every Now is a Then, each past a future.

ইতিহাস এক উল্কি-অলঙ্কৃত পুরুষ,
খোলা খাপে দু-মুখো তরবারি,
যজ্ঞ শিখায় দণ্ডিত প্রেতপুরী
আবার মুক্তকেশা অপরূপা নারী।
ইতিহাসের ইতিহাসে ইতিহাস হাসে
না লেখা ইতিহাস গিয়েছে সন্যাসে ।।

Wednesday, August 22, 2018

Message

He was a star, mistaken for a planet
He was a poem hidden in the closet
He was a ripple, unseen from the clouds
He remained an unread message throughout.

বর্তমান

সপ্তসুর যেখানে ঝরে পড়ে,
তোর নাম ঠিক সেখানেই বর্তমান;
সংগীতের ঢেউ যেমন মসৃণ,
আমাদের ইতিকথা ঠিক তেমনই অম্লান।
যেদিন শহর ঘন কালো মেঘে ঢেকে
খুব মেজাজে, বৃষ্টি রাস্তায় ওষ্ঠ রেখেছিল,
সেদিন আনমনা নিজের খেয়ালে
শহরও তোকে যেন প্রথম দেখেছিল;
তারপর মাস পেরোলো, যুগ এগোলো
পেছতে থাকলো ঘন কালো স্মৃতির album!
মাঝে মাঝে কালচক্রে কালবৈশাখী উঠে শুধু
লন্ড ভন্ড করে দিয়ে যায় ভূত, ভবিষ্যৎ, বর্তমান।

Sunday, August 19, 2018

Finite

Oh finite life!
Don't I bow to you?
To your ever changing colours,
To Man's infinite desires
Oh life, oh finite,
The store runs out of your supplies.

Oh finite time!
Don't I see you leave?
Creating seconds to leave them behind,
Towards a future, infinite
Oh time, oh finite,
Don't I see you move past life?

Oh finite love!
Oh my life, wrapped in time!
Hiding behind eternal eyes,
Preserving a depth, infinite
Oh love, oh finite
In your limits, your beauty lies.

Oh finite me!
With finite talent, finite hits,
Finite container of infinite dreams;
I am the plant and the seed
I am the questions disturbing me.
Being finite is an infinite mystery.

Friday, August 17, 2018

Silhouettes

It's always the silhouette
That tells me
There is something more

The passing clouds of a wealthy evening
Floating colours of another day's ending

It's the silhouette
That trumpets along my auricles
With a message... of something more

Chronicles of returning feathers
Torn apart along distant time crystals

Scattered silhouettes
Along the architect's canvas, signal
That there is something more...
                      to darkness, light and life.

Wednesday, August 15, 2018

এখানে অনেক কিছুই এরকম হয়

এখানে অনেক কিছুই এরকম হয়,
যা কল্পনার মাত্রা স্পর্শ করে ফিরে আসে

এখানে অনেক কিছুই এরকম হয়,
যে ঘটায় সে নিজের অস্তিত্ব ভুলে যায়

এখানে অনেক কিছুই এরকম হয়,
জেনে বুঝেও লোকে লোকলৌকিকথা দেখায়

এখানে অনেক কিছুই এরকম হয়,
আমি পাইনি তাই তোকেও নিঃস্ব করব হিংসায়

এখানে অনেক কিছুই এরকম হয়,
আরো হবে, কারণ এদের রক্ত নীলাভ, কামনায়।

এখানে কিছুই এরকম হয় না-
মানুষ নিজের মুখ দেখছে আয়নায়।

Tuesday, August 14, 2018

চূড়া

'ওপরে উঠবো ওপরে উঠবো',
তোমার সারাদিনের ভাবনা
কিন্তু ভেবেছো কি, ওপরে উঠলে কি পাবে?
আজ নিচে থেকে ওপরে ওঠাই তোমার স্বপ্ন,
স্বপ্নপূরণ যে কত ভয়ঙ্কর, তা ভেবে দেখেছো কখনো?

কি করবে, যদি সব চাওয়া তোমার পায়ে এসে লুটয়?
যখন নতুন কিছু চাওয়ার নেই,
অথচ জীবন ফুরোচ্ছে না?
ভেবেছো কখনো, পাহাড়চূড়ায়
আসল আতঙ্ক পাহাড় শেষ হয়ে যাওয়ায়!

চাওয়া তোমার নেশা। তোমার ভুবন;
ভুলেও যেন যা চাও তা না পাও,
কবি বলেছেন না, "সব পেলে নষ্ট জীবন?"

Saturday, August 11, 2018

Hope

Let me tell you something about hope.
Hope,
Slowly burns out, like everything else;
Hope,
Like an ancient Indian demon, like phoenix
Re-arrives on its own remains;
Hope,
Sells in the market as a necessary drug,
Helps the helpless and feeds on desires.
Hope is what hot air does to a desert
Hope is a scam, you are yet to unearth.

সেরা বাঙালি

সংসার সুখের হয় রমণীর গুনে
একে একে নর নারী নামে এসে স্ক্রিনে
ছানাবড়া দুটো চোখে সিরিয়াল দোলে
মারিতং জগতং সাহিত্য ভুলে

অটো, ট্রাম, বাস-টাসে নাক জ্বালা করে
কেউ দিদি, কেউ বাবু ডাকে মন ভরে
তার মাঝে কেউ সেরা বাঙালি সাজে
বাকি বাঙালির কি ছেঁড়া যায় তাতে?

Tuesday, August 7, 2018

ঘুঘু

বেলা তখন ১১টা। তোমার ছাদের স্যাঁতস্যাঁতে পাঁচিলে হঠাৎ একটা ঘুঘু এসে বসেছিল। প্রথমে হেব্বি মজা পেয়েছিলে, আচমকা নতুন কিছু দেখে। তারপর সেই ঘুঘু লাফিয়ে লাফিয়ে তোমার কাছে এলো। তুমি মাথায় হাত বুলিয়ে দিলে, সে গা এলিয়ে দিলো। তারপর হুট করে একটা সুন্দর ডাক শোনা গেল পাঁচিলটা থেকে। দেখলে ময়না এসেছে। "আয় আয়" করলে, ময়না আসতেই চাইলো না। একটু চাপা অভিমানে তুমি ওর কাছে গেলে আস্তে আস্তে। সে উড়লো না, আসতে দিলো। যেই ওর মাথায় হাত রাখবে ভেবেছো, অমনি ফুড়ুৎ! হকচকিয়ে গিয়ে মিনিট দুই পরে তুমি সম্বিৎ ফিরে পেলে
 নিজের জায়গায় ফিরে এলে। কিছুক্ষণ মন খারাপ হলো। তারপর হঠাৎই খেয়াল হলো, ঘুঘু উড়ে গেছে।

Friday, August 3, 2018

মিঠুনদা

মন্ডা মিঠাই গান্ডে সাটায় সন্ডা মিঠুনদা
গুন্ডা গড়াই হয়েছিল তার এক চড়ে ঠান্ডা

পাড়ায় পাড়ায় পুজোর ঠ্যালায় ঠাকুর ঠাকুর ডাক
মিঠুনদার একটি কথায় বাজতো ঘরে ঘরে শাঁক

হুকবুক মেজাজধারী গর্জনে পাড়া কাঁপতো
মিঠুনদারও চোখের কোনায় বালির খেলা চলত

প্রেমের হাঁড়ি ভাঙলে যেমন গুড় ভরে যায় চোখে
সেই গুড়েই বালি পড়লে সব মিঠুন মাযের ভোগে

অন্ধ মিঠুন bike চেপে একদিন গেল মাঠে
সামনে এসে একটি trigger চুমু দিলো তার বুকে

এরপর পুজোয় পুজোয় বছর কাটলো চার
মিঠুনের গুড় মিষ্টি কেমন দেখলো গড়াই এবার।

Wednesday, August 1, 2018

আগমনী

যাবো? তুমি ডাকছো আমায়?
টলটল করছে সোনালী জল
নড়ছে দেখো ধর্মের কল;
যাবো? এ কি শুধু একটা স্বপ্নটুকরো নয়?

যেতে পারি। কিন্তু কেন যাবো?
কঠিন হৃদয় ভালোই তো আছে,
কেন তাকে ঘিরতে চাইছো করুনায়?

তার চেয়ে বরং তুমি এসো।
সময়টা উর্বর; আসন্ন শরৎ,
দেখবে? আমার বাড়ির খুব কাছে
তোমার অচেনা সবুজ ধান খেলে যায়।

আসবে?
ভেবে দেখো।
একটু বৃষ্টি, একটু কাদা থাকবে মাঝরাস্তায়।।
তবে, জল-মাটি ছাড়া কি দুর্গা পুজো হয়?

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...