Sunday, January 30, 2022

পাশা

কপটের সাহায্যে, বিনা রক্তব্যায়ে যে যুদ্ধ জেতা হয়,

সেই যুদ্ধ কি প্রকৃত যুদ্ধ নয় ?

যুদ্ধ মানেই কি লাশের স্বাক্ষরে রাঙা ভূখণ্ডের ধুলো,

বাজারে বাজারে পাণ্ডুলিপির অট্টহাসির ইতিহাস?

যুদ্ধ মানে কি প্রতিহিংসার ন্যায্যতা, হার স্বীকারের পরিহাস?


যুদ্ধ মানে কি ১৯৮৯, ছিঁড়ে ফেলা ঐক্যতার মহাস্বপ্ন?

শাস্তি মাখা বনবাসের জমতে থাকা হীরে-রত্ন?

রাশিয়া বলে ইতিহাস দাও, শুধু পাঁচ গ্রাম চান কৃষ্ণ 

"কিসের অধিকার?" বুঝতে চান বিডেন-দুর্যোধন-কর্ণ। 

 

যুদ্ধ নামে মহাভারতে, ধ্বংস হয় ঐতিহ্য 

এতেই নাকি ধর্ম রক্ষা; এটাই নাকি প্রাপ্য!

লুন্ঠিত হয় কৌরব-কূল, কলি-ধ্বজা হয় প্রতিষ্ঠিত 

ইতিহাস নাকি বিজয়ীর বাণী, তাও মছে না কলঙ্ক। 


No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...