রাতের পাহারা শেষ হলে যে আলো ফুটে ওঠে
আকাশের বুকে না, এই পৃথিবীর নিঃস্ব কিছু বুকে -
সেই মৃদু স্নিগ্ধতায় মুখ ধোয়া ভালোবাসা, আলাপের টান
বাস্তব থেকে কিছুটা দূরে, কিছুটা সুনসান।
শীতের ঠোঁট-ভেজা যে রাস্তা মুখ তুলে চেয়ে থাকে
শিশিরের স্পন্দন আরেকটু বেশি শোনার তাগিদে,
এরম প্রহরে ক্লান্ত দিনের মাঝ-ঘুমে সে পায় নিজেকে
ছড়িয়ে থাকে অঙ্কের মাঝবয়সী কিছু কণার মাঝরাত্তিরে।
অতি-অভিন্নতার রাস্তা ধরে যে পথ মিশেছে বিশৃঙ্খলার স্রোতে
গা ভাসিয়ে দেওয়া সেই নদীর কূল খোঁজে কি কোন পথিক?
খোঁজে না নৌকো বাঁধার ঘাট, অথবা অসম্ভবের হাত;
মেঘের শিরদাঁড়া জুড়ে লেখা আছে কেবলই বৃষ্টিপাত।
তাই বরফের আঁতকে ওঠা এই পৃথিবীর সিংহাসন রক্ষার্থে -
তাই ভালোবাসা স্নান সেরে মিশে যায়, ক্ষণিকে; নিঃশব্দে ।।
No comments:
Post a Comment