Monday, February 14, 2022

চিচিং ফাঁক

আলি কাসীমের গুহায় চিচিং ফাঁক 

আমার মাত্র গুরুপল্লির বাঁক

বাঁকে বাঁকে আছে প্রহরের মৃদু তাল 

তালে তালে মৃদঙ্গ, আর কিছু কাল 

কালের চিন্হ তোমার জশোধরা

আমার কেবলই বলরাম - মঞ্জিরা

ধূর্ত বাঙালি ধরা পড়ি প্রতিপদে 

আঙুল ছুঁয়ে কপাই অজয় নদে 

রাত পোহালে বসন্ত আঁকে রেখা

সূর্যোদয়ের মলায়ম দুই ঠোঁটে

কবিতার কথা স্নিগ্ধ শিশির শোনে

সন্ধ্যে তখন তুলোর চাদর বোনে

দিন পেরোলে মনে করিয়ো আবার 

কবিতারা যেন তোমায় স্পর্শ করে।


No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...