ঘুম আসে না মাঝ রাতের পর
শেয়াল ডাকে, দূরে, কুয়াশার গভীরে
ব্যাথা জমে বুকে, বদ্ধ লাগে ঘর
যত্ন নিতে পৃথিবীর নেমে আসুক ঝড়।
সাথে আনুক বৃষ্টি দু' ফোঁটা
মিশে যাক চোখের কোনে আজ
ধুয়ে দিক সব অশান্তি তোমার
ফিরিয়ে দিক, তোমায় শৈশবের সাজ।
যদি হয়ে যায় পথে ভুল ত্রুটি কিছু
মিলিয়ে যাক সেসব ঈশ্বরের পায়ে
আমার বলতে থেকে যাক শুধু সত্য
যার ঈশ্বরই আজ একমাত্র আশ্রয়।
No comments:
Post a Comment