Thursday, December 24, 2020

কেক

 রক্ত বলে, "সাজিয়ে নিয়ো আমায়,

ফুলের তোরার নকশিকাঁথা ধরে।"

আঙুল বলে, "ধরবো আবার কোথায়?

হাত কেটেছে শীতের ট্রেনের ভিড়ে।"

শহর খোঁজে অজুহাত কিছু নতুন

বছর শেষে হয়নি ব্যাবসা তেমন,

মিথ্যে তাই তুমিও জ্বালছ আগুন

মনের মধ্যে পাথরের তাপ যেমন।

আমার কাছে থাকছে না কোনো কথা

স্বাধীন হয়েও থাকছে বন্ধ ঘরে

তোমার না হয় রাত্রি কাটবে তারায়

আমরা বাঁচি শ্রীজাত-র হাত ধরে -


"পেরেক থেকে গড়িয়ে নামে ক্ষমা

রক্ত বুঝি ঝরিয়ে দেওয়াই কাজ

এক পৃথিবী আগুন রেখে জমা

সব ধর্মই কেক কাটলো আজ।"

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...