Sunday, December 27, 2020

পড়াশোনা করে যে

চাকরি নেই, তাই সমাজে শিক্ষার স্তর যাচ্ছে বেড়ে
আমিও ঘরে ফিরি, রোজ বড় সাহেবের কড়া নেড়ে
পড়াশোনা করা বাঙালি সন্তান, চড়ি বিলিতি গাড়ি ঘোড়া
বাড়িতে যদিও সোফার স্থানে এখনো বেতের মোড়া
পেটে পড়ে ভাত, মাছের ঝোলে কখনো সর্ষে, কখনো ফুলকপি
বলতে পারিনা মুখটা খুলে, বাজারে আজও বেচে এলাম দুটো টুপি
টাকা আসে হাতে, চোখে ঘুমের বদলে নামে অন্ধকার
কালও সকালে শুনতে পাবো শিক্ষার জয়জয়কার।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...