আমিও ঘরে ফিরি, রোজ বড় সাহেবের কড়া নেড়ে
পড়াশোনা করা বাঙালি সন্তান, চড়ি বিলিতি গাড়ি ঘোড়া
বাড়িতে যদিও সোফার স্থানে এখনো বেতের মোড়া
পেটে পড়ে ভাত, মাছের ঝোলে কখনো সর্ষে, কখনো ফুলকপি
বলতে পারিনা মুখটা খুলে, বাজারে আজও বেচে এলাম দুটো টুপি
টাকা আসে হাতে, চোখে ঘুমের বদলে নামে অন্ধকার
কালও সকালে শুনতে পাবো শিক্ষার জয়জয়কার।
No comments:
Post a Comment