Wednesday, December 9, 2020

তারারা খসে পড়ে না

তারারা খসে পড়ে না 

ক্ষয়ে যায়, মহাশূন্যের ঔদাসীন্যে 

বোঝাতে চায় অস্তিত্ব; জ্বলে,পুড়ে 

জ্বালিয়ে, পুড়িয়ে; জীবন দিয়ে, নিয়ে 

নিজের অবশেষ খুঁজে বেড়ায়। 

অথচ ভাবো, যদি কোনো তারা না থাকতো ?

এই মহাশূন্যের অস্তিত্ব যেত কোথায় ?

নিভে যাওয়া তারার বুকে যদি হাঁটা যেত

থার্মোমিটার নিয়ে যেতাম আমার সাথে,

থেমে যাওয়া স্পন্দনে দিতাম নতুন প্রাণ 

সময়ের অপেক্ষা, মৃত্যু বলে কিছু হয় না।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...