সরকারি ছুটি, তাই আর্জি জমা করারও বন্দবস্ত নেই।
কি করবো, হাঁটতে তো হবেই। তাই পড়েছি বেড়িয়ে
গুদাম ঘর খুলে, লাঙ্গল-কোদাল হাতে নিয়ে;
শুঁকিয়ে যাওয়ার আগেই ক্ষয়ে যাওয়া মাটি ফিরিয়ে দিতে
যাতে আবার রাস্তা হয়ে যায় মজবুত, আগামী বৃষ্টির আগে।
তৈরি আছি বটে, তবু আলস্য ঘিরে ধরছে আমায়।
ভাবছি, এক সাথে এই রাস্তা মেরামত করলে কেমন হয়?
No comments:
Post a Comment